টোকিয়ো, 31 অগস্ট : প্যারা অলিম্পিকসে আরও একটি পদক ভারতের ঝুলিতে ৷ পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আদানা ৷ টোকিয়ো প্যারা অলিম্পিকসের আসাকা শুটিং রেঞ্জে পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের ফাইনাল ছিল ৷ সেই সঙ্গে প্যারা অলিম্পিকস 2020-তে শুটিং বিভাগে ভারতের দ্বিতীয় পদক এটি ৷ গতকাল প্যারা এয়ার রাইফেল শুটে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অবনী লেখারা ৷
এ দিন 10 মিটার এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগের ফাইনালে বিশ্ব রেকর্ড করেছেন চিনের প্রতিযোগী চাও ইয়ং ৷ তিনি ফাইনালে দশ রাউন্ডে মোটে 237.9 পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ৷ আরেক চিনা প্রতিযোগী জিং হুয়াং 237.5 পয়েন্ট স্কোর করে রুপো জিতেছেন ৷ সিংহরাজ আদানা 99.6 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ তবে, যোগ্যতা অর্জন পর্বে ভারতের আরেক প্রতিযোগী মণীশ সবার প্রথমে ছিলেন ৷ মনে করা হচ্ছিল ফাইনালে তিনি ভারতকে পদক এনে দেবেন ৷ কিন্তু, ফাইনালে তাঁকে বেশ আড়ষ্ট দেখিয়েছে ৷ তিনি মাত্র 97.2 পয়েন্ট স্কোর করেন ৷