পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংহরাজ আদানার - প্যারা অলিম্পিকস

প্যারা অলিম্পিকসে আরও একটি পদক ভারতের ঝুলিতে ৷ পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আদানা ৷

Tokyo Paralympics 2020  Indias Singhraj Adhana Wins Bronze In Mens 10m Air Pistol SH1
10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংঙ্ঘরাজ আনন্দের

By

Published : Aug 31, 2021, 12:07 PM IST

Updated : Aug 31, 2021, 1:00 PM IST

টোকিয়ো, 31 অগস্ট : প্যারা অলিম্পিকসে আরও একটি পদক ভারতের ঝুলিতে ৷ পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন সিংহরাজ আদানা ৷ টোকিয়ো প্যারা অলিম্পিকসের আসাকা শুটিং রেঞ্জে পুরুষদের 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটের ফাইনাল ছিল ৷ সেই সঙ্গে প্যারা অলিম্পিকস 2020-তে শুটিং বিভাগে ভারতের দ্বিতীয় পদক এটি ৷ গতকাল প্যারা এয়ার রাইফেল শুটে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অবনী লেখারা ৷

এ দিন 10 মিটার এয়ার পিস্তল শুটের এসএইচ ওয়ান বিভাগের ফাইনালে বিশ্ব রেকর্ড করেছেন চিনের প্রতিযোগী চাও ইয়ং ৷ তিনি ফাইনালে দশ রাউন্ডে মোটে 237.9 পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ৷ আরেক চিনা প্রতিযোগী জিং হুয়াং 237.5 পয়েন্ট স্কোর করে রুপো জিতেছেন ৷ সিংহরাজ আদানা 99.6 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ তবে, যোগ্যতা অর্জন পর্বে ভারতের আরেক প্রতিযোগী মণীশ সবার প্রথমে ছিলেন ৷ মনে করা হচ্ছিল ফাইনালে তিনি ভারতকে পদক এনে দেবেন ৷ কিন্তু, ফাইনালে তাঁকে বেশ আড়ষ্ট দেখিয়েছে ৷ তিনি মাত্র 97.2 পয়েন্ট স্কোর করেন ৷

আজ সিংহরাজ আদানার ব্রোঞ্জ জয়ের পর ভারতের ঝুলিতে মোট 8 পদক এল প্যারা অলিম্পিকসে ৷ এর পর অবনী লেখারা 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্ট প্রতিযোগিতায় নামবেন ৷ এছাড়া 50 মিটার এয়ার রাইফেল বিভাগের ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টেও অংশ নেবেন অবনী ৷

সিংহরাজ আদানাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘অসাধারণ পারফর্মেন্স সিংহরাজ আদানার ! ভারতের প্রতিভাবান শুটার ঘরে ব্রোঞ্জ পদক নিয়ে আসলেন ৷ তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন ৷ তাঁকে অনেক শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করি ৷’’

Last Updated : Aug 31, 2021, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details