পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা - ফাইনালের আগে ভাবিনাকে মোদির শুভেচ্ছা

ভাবিনা প্যাটেলের হাত ধরে এই প্রথমবার প্যারালিম্পিকসে টেবিল টেনিসের ফাইনালে পা রেখেছেন কোনও ভারতীয় প্যাডলার ৷ ভাবিনাকে ঘিরে সোনার পদকের স্বপ্ন দেখছে দেশবাসী ৷

Tokyo Paralympics 2020
Tokyo Paralympics 2020

By

Published : Aug 28, 2021, 3:25 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিকসে সোনা জয়ের হাতছানি ভাবিনা প্যাটেলের সামনে ৷ আজ টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসের ক্লাস 4-এর ফাইনালে উঠে গিয়েছেন ভাবিনা ৷ তাঁকে নিয়ে সোনার পদকের আশায় বুক বেঁধেছে দেশবাসী ৷ একইসঙ্গে ভাবিনাকে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফাইনালে ওঠার জন্য ভাবিনাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি সোনার পদক জয়ের ম্যাচের আগে দিলেন বিশেষ পরামর্শ ৷

আজ সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর চিনের মিয়াও জিয়াংকে 3-2 ব্যবধানে হারান ভাবিনা ৷ নিশ্চিত করে ফেলেন রুপোর পদক ৷ 34 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফল দাঁড়ায় 7-11, 11-7, 11-4, 9-11 ও 11-8 । রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার ওয়াং ঝাউ-এর মুখোমুখি হবেন 34 বছরের এই টেবিল টেনিস তারকা ৷ তার আগে ভাবিনার মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "অনেক শুভেচ্ছা ভাবিনা প্যাটেল ৷ তুমি দারুণ খেলেছ ৷ গোটা দেশ তোমাকে সাফল্যের জন্য প্রার্থনা করছে ৷ আগামীকাল তারা সবাই তোমার জন্য গলা ফাটাবে ৷" এরপর ভারতীয় প্যাডলারকে উপদেশ দিতে গিয়ে বলেন, "নিজের সেরাটা দাও এবং কোনওরকম চাপ না রেখেই খেলো ৷ তোমার সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে ৷"

আরও পড়ুন : Tokyo Paralympics : ইতিহাস গড়ে ফাইনালে ভাবিনাবেন, নিশ্চিত রুপো

পুরো নাম ভাবিনা হাসমুখভাই প্যাটেল ৷ গুজরাতের মেহসিনার বাসিন্দা ভাবিনা গত 20 বছর ধরে টেবিল টেনিস খেলছেন ৷ মাত্র 12 মাস বয়সে পোলিওয় আক্রান্ত হন ভাবিনা ৷ হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ তবে দমে যাননি ৷ হুইলচেয়ারকে সঙ্গী করে টেবিল টেনিসের বোর্ডে নিজেকে প্রমাণিত করেছেন বারবার ৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচুর পদক জিতেছেন ৷ 2011 সালে বিশ্বের দ্বিতীয় সেরা মহিলা প্যারা টেবিল টেনিস খেলোয়াড়ে পরিণত হন তিনি ৷ চলতি প্যারালিম্পিকসে বিশ্বের প্রথম সারির প্যাডলারদের হারিয়ে ফাইনালের পথ পরিষ্কার করেছেন ভাবিনা ৷ সোনার পদক থেকে মাত্র এক ধাপ দূরে তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details