নয়াদিল্লি, 28 অগস্ট : টোকিয়ো প্যারালিম্পিকসে সোনা জয়ের হাতছানি ভাবিনা প্যাটেলের সামনে ৷ আজ টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসের ক্লাস 4-এর ফাইনালে উঠে গিয়েছেন ভাবিনা ৷ তাঁকে নিয়ে সোনার পদকের আশায় বুক বেঁধেছে দেশবাসী ৷ একইসঙ্গে ভাবিনাকে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফাইনালে ওঠার জন্য ভাবিনাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি সোনার পদক জয়ের ম্যাচের আগে দিলেন বিশেষ পরামর্শ ৷
আজ সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর চিনের মিয়াও জিয়াংকে 3-2 ব্যবধানে হারান ভাবিনা ৷ নিশ্চিত করে ফেলেন রুপোর পদক ৷ 34 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফল দাঁড়ায় 7-11, 11-7, 11-4, 9-11 ও 11-8 । রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার ওয়াং ঝাউ-এর মুখোমুখি হবেন 34 বছরের এই টেবিল টেনিস তারকা ৷ তার আগে ভাবিনার মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "অনেক শুভেচ্ছা ভাবিনা প্যাটেল ৷ তুমি দারুণ খেলেছ ৷ গোটা দেশ তোমাকে সাফল্যের জন্য প্রার্থনা করছে ৷ আগামীকাল তারা সবাই তোমার জন্য গলা ফাটাবে ৷" এরপর ভারতীয় প্যাডলারকে উপদেশ দিতে গিয়ে বলেন, "নিজের সেরাটা দাও এবং কোনওরকম চাপ না রেখেই খেলো ৷ তোমার সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে ৷"