টোকিয়ো, 29 অগস্ট : চলতি প্যারালিম্পিকসে দ্বিতীয় পদক এল ভারতের ঘরে ৷ T46 হাইজাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার ৷ এরই সঙ্গে হাইজাম্পে নতুন এশিয়ান রেকর্ডও গড়লেন তিনি ৷ এই নিয়ে জাতীয় ক্রীড়া দিবসে প্যারালিম্পিকস থেকে দু‘টি পদক এল ভারতের ঘরে ৷ সকালে মেয়েদের টেবিল টেনিস সিঙ্গলসে রুপো জেতেন ভাবিনা প্যাটেল ৷ এরপর হাইজাম্পেও রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট ৷
রবিবার পুরুষদের হাইজাম্পে T46/47 ক্যাটাগরিতে নামেন নিশাদ কুমার ৷ ফাইনালে 2.06 মিটার জাম্প দেন তিনি ৷ এশিয়ান রেকর্ড গড়ে ফাইনালের দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক জেতেন ৷ আরও এক ভারতীয় রাম পাল পঞ্চম স্থানে শেষ করেছেন ৷ তিনি 1.94 মিটার লাফ দেন ৷ নিশাদের সঙ্গে যুগ্মভাবে রুপো জিতেছেন আমেরিকার ডালাস ওয়াইজ ৷ আর 2.15 মিটার জাম্প দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন আমেরিকার রড্রিক টাউনসেন্ড ৷