পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : সোনা জিতলেই 3 কোটি টাকার পুরস্কার, ঘোষণা দিল্লি সরকারের - আর্থিক পুরস্কার ঘোষণা দিল্লি সরকারের

খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে আজ আর্থিক পুরস্কার ঘোষণা করল দিল্লি সরকার ৷

tokyo olympics
tokyo olympics

By

Published : Jul 10, 2021, 1:58 PM IST

দিল্লি, 10 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে সোনা জিতে ফিরতে পারলে মিলবে কোটি টাকার আর্থিক পুরস্কার ৷ রাজধানীর খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করল দিল্লি সরকার ৷ দিল্লি থেকে চারজন খেলোয়াড় টোকিয়ো যাচ্ছেন ৷ তার আগে দিল্লি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্ণম মালেশ্বরীর ও অন্যান্যদের সঙ্গে বৈঠকে বসেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ বৈঠকের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷

দিল্লি থেকে চারজন খেলােয়াড় টোকিয়ো অলিম্পিকসে অংশ নেবেন ৷ রয়েছেন টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা, শুটার দীপক কুমার, স্প্রিন্টার আমোজ জ্যাকব এবং 400 মিটার রিলে টিমের অংশ সার্থক ভামব্রি ৷ তার মধ্যে মিক্সড ডাবলসে মণিকা বাত্রাকে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে ৷ খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে আজ আর্থিক পুরস্কার ঘোষণা করল দিল্লি সরকার ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, অলিম্পিকসে সোনার পদক জিতলে 3 কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷

এছাড়া রুপো জয়ীদের জন্য 2 কোটি এবং ব্রোঞ্জ জিতে ফিরতে পারলে 1 কোটি টাকার আর্থিক পুরস্কার মিলবে ৷ অ্যাথলিটদের পাশাপাশি কোচেদের জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ মণিকা, দীপক, জ্যাকবরা পদক জিততে পারলে তাঁদের কোচেরা 10 লাখ টাকার আর্থিক পুরস্কার পাবেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : 13 জুলাই সিন্ধু, মেরি, দ্য়ুতিদের মনোবল বাড়াবেন প্রধানমন্ত্রী

টেবিল টেনিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার জয়ী মণিকা বাত্রা ৷ টোকিয়োয় 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন দীপক কুমার ৷ অন্যদিকে 4x400 রিলে টিমের অংশ হিসেবে টোকিয়ো যাচ্ছেন অ্যামজ জ্যাকব এবং সার্থক ভামব্রি ৷

ABOUT THE AUTHOR

...view details