টোকিয়ো, 24 জুলাই : শুক্রবার অলিম্পিকসের বাছাই পর্বে তেমন ভাল শুরু হয়নি ভারতের ৷ তিরন্দাজির বাছাই পর্বের শুরুতে অনেকটা পিছিয়ে যান দীপিকা কুমারী ৷ তবে আজ শুরুটা ভালই হল ৷ তিরন্দাজিতে মিশ্র ইভেন্টে চিনা তাইপের জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি ৷
খেলার শুরুতে প্রথম দিকে অনেকটাই পিছিয়ে ছিল দীপিকা-প্রবীণ ৷ পাল্লা ভারী ছিল চিনা তাইপের জুটির দিকে ৷ কিন্তু, শেষে দীপিকা-প্রবীণ জুটির দুরন্ত প্রত্যাবর্তনে খেলার ফল গিয়ে দাঁড়ায় তাঁদের পক্ষে ৷ 5-3 ব্যবধানে তাইপের জুটিকে হারিয়ে শেষ আটে পৌঁছে যান তাঁরা ৷ এবার কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ৷
আরও পড়ুন, Tokyo Olympic : অতনু নয়, প্রবীণের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা
অলিম্পিকসের বাছাইপর্বে ব্যক্তিগত বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেন দীপিকা কুমারী ৷ অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্স পুরুষ তিরন্দাজদের ৷ বাছাইপর্বে ছেলেদের র্যাঙ্কিং রাউন্ডের প্রথম তিরিশে নেই কোনও ভারতীয় ৷ বাছাইপর্বে ভারতীয়রা সর্বোচ্চ 31তম স্থান পেয়েছে ৷ প্রবীণ যাদব এই স্থানটা পেয়েছে ৷ তবে অতনু দাসের পারফরম্যান্স আরও হতাশাজনক ৷ 35 তম জায়গা পেয়েছেন তিনি ৷
এবার ঠিক করা হয়েছিল মিশ্র ইভেন্টে দীপিকা ও অতনু জুটি বাঁধবে ৷ বিশ্বকাপে সোনা জেতেন এই জুটি ৷ সম্প্রতি প্যারিস ভারতীয় ফেডারেশন নিশ্চিত করেন দীপিকার সঙ্গে অতনু নন, মিশ্র ইভেন্টে যাবেন প্রবীণ যাদব ৷ বর্তমান ফর্মের উপর ভিত্তি করে যাদবকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তাঁরা ৷