টোকিয়ো, 11 ফেব্রুয়ারি : লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের জেরে টোকিয়ো অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজক কমিটি প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ইয়োশিরো মোরি ৷ অভিযোগ তিনি মহিলাদের কথা বলা নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন ৷ বৃহস্পতিবার অলিম্পিক কমিটির একটি বিশ্বস্থ সূত্রে এ খবর জানানো হয়েছে ৷
গত 3 ফেব্রুয়ারি ইয়োশিরো মোরি বলেন, ‘‘আমি বিশ্বাস করি মহিলাদের মধ্যে অতিরিক্ত কথা বলার প্রবণতা রয়েছে এবং তাঁদের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ধারণা রয়েছে ৷’’ জাপান অলিম্পিক কমিটির অনলাইন বৈঠকে এই মন্তব্য করেছিলেন তিনি ৷ প্রসঙ্গত, জাপানের অলিম্পিক কমিটির বোর্ডের সদস্যদের মধ্যে লিঙ্গ বৈচিত্র্য বাড়ানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল ইয়োশিরো মোরিকে ৷ তার প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন ৷ তবে, এই মন্তব্যের একদিন পরেই তাঁকে ক্ষমা চান মোরি ৷ কিন্তু, জোর দিয়ে বলেছিলেন, তাঁর পদত্যাগের কোনও পরিকল্পনাই নেই ৷