নয়াদিল্লি, 9 জুন : অলিম্পিক্সে যাওয়া ভারতীয় দলের পোশাকে কোনও স্পনসরের ব্র্যান্ডের লোগো দেখা যাবে না ৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA) ৷ জুলাইয়ের 23 তারিখ থেকে টোকিওতে শুরু হতে চলেছে অলিম্পিক্স গেমস ৷
আইওএ সভাপতি ডঃ নারিন্দর ধ্রুব বাত্রা ও সাধারণ সম্পাদক রাজীব মেহতা একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলেন, ‘‘আমরা আমাদের ভক্তদের আবেগের কথা জানি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পোশাক স্পনসরের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা হবে ৷ আমাদের অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফরা ব্র্যান্ডের লোগো ছাড়া পোশাক পরবে ৷’’