নয়াদিল্লি, 23 জুলাই : অনেক বাধা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে টোকিয়ো অলিম্পিকস ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একটা বছর পিছিয়ে গিয়েছিল অলিম্পিকস ৷ বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও করোনার রক্তচক্ষুর মধ্যেই শুরু হতে চলেছে এই শো পিস ইভেন্ট ৷ ভারতীয় সময় আজ বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও মার্চ পাস্টের মাধ্যমে ঢাকে কাঠি পড়বে অলিম্পিকসের ৷ তার আগে ভারতীয় অ্যাথলিটদের শুভকামনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেকে ৷
এবারের অলিম্পিকসে সবচেয়ে বড় দল গিয়েছে ভারত থেকে ৷ 127 জন ভারতীয় অ্যাথলিটের ভাগ্য পরীক্ষা হবে অলিম্পিকসের মঞ্চে ৷ পদকের আশায় গোটা দেশ তাঁদের দিকে তাকিয়ে ৷ সানিয়া মির্জা, মেরি কম, পি ভি সিন্ধুদের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, "টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সারা দেশের আশা ও প্রার্থনা রয়েছে ৷ সমস্ত ভারতীয়র তরফে আপনাদের শুভকামনা জানাই ৷ আমি নিশ্চিত আপনারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয়ধ্বজা ওড়াবেন এবং দেশকে গৌরবান্বিত করবেন ৷"