পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : 130 কোটির আশা ও প্রার্থনা রয়েছে ; শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর - অলিম্পিকস উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অলিম্পিকস ও প্যারালিম্পিকসের জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিধে সুগাকে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 23, 2021, 2:05 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই : অনেক বাধা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে টোকিয়ো অলিম্পিকস ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একটা বছর পিছিয়ে গিয়েছিল অলিম্পিকস ৷ বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও করোনার রক্তচক্ষুর মধ্যেই শুরু হতে চলেছে এই শো পিস ইভেন্ট ৷ ভারতীয় সময় আজ বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও মার্চ পাস্টের মাধ্যমে ঢাকে কাঠি পড়বে অলিম্পিকসের ৷ তার আগে ভারতীয় অ্যাথলিটদের শুভকামনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেকে ৷

এবারের অলিম্পিকসে সবচেয়ে বড় দল গিয়েছে ভারত থেকে ৷ 127 জন ভারতীয় অ্যাথলিটের ভাগ্য পরীক্ষা হবে অলিম্পিকসের মঞ্চে ৷ পদকের আশায় গোটা দেশ তাঁদের দিকে তাকিয়ে ৷ সানিয়া মির্জা, মেরি কম, পি ভি সিন্ধুদের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, "টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সারা দেশের আশা ও প্রার্থনা রয়েছে ৷ সমস্ত ভারতীয়র তরফে আপনাদের শুভকামনা জানাই ৷ আমি নিশ্চিত আপনারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয়ধ্বজা ওড়াবেন এবং দেশকে গৌরবান্বিত করবেন ৷"

অলিম্পিকস ও প্যারালিম্পিকসের জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিধে সুগাকে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "এবারের অলিম্পিকসে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের অসাধারণ পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷" টুইট করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে যাওয়া সমস্ত ভারতীয় অ্যাথলিট দেশের গর্ব ৷ নিজেদের সেরাটা দিয়ে পদক জিতে আসার জন্য তাঁদের সমর্থন করুন ৷"

আরও পড়ুন : Deepika Kumari : টোকিয়ো অলিম্পিকসে ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করলেন দীপিকা কুমারী

শুভকামনা জানিয়েছেন ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি লেখেন, "130 কোটি ভারতবাসী ভারতীয় অ্যাথলিটদের জন্য প্রার্থনা করছে ৷ এটাই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ভারতীয় অলিম্পিকস দল ৷" অলিম্পিকসের প্রথম দিন থেকেই লড়াইয়ে নেমে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৷ তার আগেই সকালে ভারতীয় তিরন্দাজরা প্রতিযোগিতায় নেমে পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details