টোকিয়ো, 2 অগস্ট : মহিলাদের ডিসকাস থ্রো-তে মেডেল আনতে পারলেন না কমলপ্রীত কাউর ৷ ভাল শুরু করেন কমলপ্রীত কাউর ৷ প্রথম রাউন্ডে 61. 62 মিটার ছোড়েন ৷ ষষ্ঠ হন ৷ দ্বিতীয় রাউন্ডে ফাউল করে বসে পিছিয়ে যান প্রতিযোগিতায় ৷ অন্তিম রাউন্ডেও ফাউল থ্রো করেন ৷ সব মিলিয়ে 63.70 মিটারের তাঁর সেরা থ্রো-র দৌলতে ষষ্ঠ স্থানে টোকিয়ো অলিম্পিকসে শেষ করলেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার ৷
সোনা জিতলেন আমেরিকার প্রতিযোগী ভ্যালেরি আলমান (68.98 মিটার) ৷ দ্বিতীয় স্থানে জার্মানির ক্রিস্টিন পুডনেজ় (66.86 মিটার) ৷ তৃতীয় কিউবার ইয়েমি পেরেজ় (65.72 মিটার) ৷