পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kamalpreet Kaur : পারলেন না কমলপ্রীত, ষষ্ঠে শেষ স্বপ্ন - কমলপ্রীত কাউর

ভাল শুরু করেও পদক দৌড় থেকে ছিটকে গেলেন কমলপ্রীত কাউর ৷

s
s

By

Published : Aug 2, 2021, 6:50 PM IST

Updated : Aug 2, 2021, 6:56 PM IST

টোকিয়ো, 2 অগস্ট : মহিলাদের ডিসকাস থ্রো-তে মেডেল আনতে পারলেন না কমলপ্রীত কাউর ৷ ভাল শুরু করেন কমলপ্রীত কাউর ৷ প্রথম রাউন্ডে 61. 62 মিটার ছোড়েন ৷ ষষ্ঠ হন ৷ দ্বিতীয় রাউন্ডে ফাউল করে বসে পিছিয়ে যান প্রতিযোগিতায় ৷ অন্তিম রাউন্ডেও ফাউল থ্রো করেন ৷ সব মিলিয়ে 63.70 মিটারের তাঁর সেরা থ্রো-র দৌলতে ষষ্ঠ স্থানে টোকিয়ো অলিম্পিকসে শেষ করলেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার ৷

সোনা জিতলেন আমেরিকার প্রতিযোগী ভ্যালেরি আলমান (68.98 মিটার) ৷ দ্বিতীয় স্থানে জার্মানির ক্রিস্টিন পুডনেজ় (66.86 মিটার) ৷ তৃতীয় কিউবার ইয়েমি পেরেজ় (65.72 মিটার) ৷

আরও পড়ুন: Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা

এর আগে দাপটের সঙ্গে ফাইনালে ওঠেন কমলপ্রীত কাউর ৷ ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য 64 মিটার থ্রো করতে হত অথবা দুই গ্রুপে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ কমলপ্রীত ডিসকাস থ্রো করেন 64.00 মিটার ৷ দু‘টি গ্রুপ মিলিয়ে ডিসকাস থ্রো-তে দ্বিতীয় স্থানে শেষ করেন কমলপ্রীত ৷ নিজের তিনটি থ্রো-তে যথাক্রমে 60.29, 63.97 ও 64.00 স্কোর করেন কমলপ্রীত ৷ তৃতীয় সুযোগে 64.00 স্কোর করায় সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতের এই অ্যাথলিট ৷

Last Updated : Aug 2, 2021, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details