পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি মাসে মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি - মোহনবাগান

Mohun Bagan: মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি ৷ ক্লাবে কিংবদন্তি 11 জন ফুটবলারের 6 ফুটের মূর্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন, ক্লাব সচিব দেবাশিস দত্ত ৷

মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি
Mohun Bagan

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 9:42 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর: অমর একাদশে ব্যবহৃত বেঞ্চ আগেই স্থান পেয়েছিল। মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি। মোহনবাগান ক্লাবের লনে এবার বসতে চলেছে অমর একাদশের ফুটবলারদের মূর্তি। শুক্রবার ক্লাবের মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন ক্লাব লনে 1911-র আইএফএ শিল্ডজয়ী দলের ব্যবহৃত বেঞ্চ রয়েছে। যা শ্রদ্ধা এবং যত্ন সহকারে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে গিয়েছিলেন প্রয়াত সচিব অঞ্জন মিত্র। সেই ধারা অব্যাহত রেখেই এই উদ্যোগ।

সেই বেঞ্চ ব্যবহার করেই কিংবদন্তি 11 জন ফুটবলারের 6 ফুটের মূর্তি স্থাপন করা হবে বলে ক্লাব সচিব দেবাশিস দত্ত শুক্রবার জানিয়েছেন। তিনি বলেন, "আমরা আগেই কার্যনির্বাহী কমিটির সভায় এই মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। সেইমতো কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একটা অনুষ্ঠান করে এই মূর্তি স্থাপন হবে। অমর একাদশের যে ছবি আছে, সেটা অনুযায়ীই মূর্তিগুলি তৈরি হচ্ছে। অনুষ্ঠানে কিংবদন্তি ফুটবলারদের উত্তরসূরিরাও উপস্থিত থাকবেন।" 16 ডিসেম্বরে এই অনুষ্ঠান হবে বলে জানান তিনি।

পাশাপাশি, শিলিগুড়ির পর এবার দুর্গাপুরেও সবুজ-মেরুন ক্লাবের নামে রাস্তার নামকরণ হতে চলেছে। আগামী রবিবার 'মোহনবাগান অ্যাভিনিউ' নামে ওই রাস্তার নামকরণের অনুষ্ঠান হবে বলেও ঠিক হয়েছে। শুক্রবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে মোহনবাগানের হকি টিম তৈরি এবং ক্রিকেটের পরিকাঠামোর উন্নতি নিয়েও আলোচনা হয়। ইতিমধ্যে দু'টো কংক্রিটের পিচ তৈরি করা হয়েছে। এবছরও শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। অশোককুমার এবছরও মেন্টর থাকবেন।

এছাড়াও আইএফএ'র ডার্বি সম্পর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে এদিনও ক্ষোভ প্রকাশ করেন সবুজ-মেরুন পদাধিকারীরা। মোহনবাগান ক্লাব আইএফএ'র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে ৷ আইএফএ ইস্টবেঙ্গলের স্বার্থ দেখতে বেশি আগ্রহী। কলকাতা ডার্বি আয়োজনে ইস্টবেঙ্গলও 30 নভেম্বর ম্যাচ করতে হবে বলে কোনও চাপ দেয়নি। বরং নতুন তারিখে ডার্বি করার পক্ষে ছিল তারা। কিন্তু আইএফএ নিজের ইচ্ছেয় ডার্বির আয়োজন করেছে। ডার্বির খেলা 30 নভেম্বর সকাল দশটায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বলে জানান মোহনবাগান সচিব। যা মেনে নেওয়া সম্ভব ছিল না বলে জানান তিনি। মোহনবাগান বাংলা ছেড়ে যাওয়ার হুমকি যে দিয়েছে তা এদিনের বৈঠকে গুরত্ব সহকারে আলোচনা হয়েছে বলে জানান দেবাশিস দত্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বিশদে আলোচনা চাইছেন সবুজ-মেরুন পদাধিকারীরা।

আরও পড়ুন:

  1. পাঁচ গোলের ধাক্কা সরিয়ে কলিঙ্গে জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট
  2. সংস্থা চালানোর যোগ্যতা নেই, আইএফএ সচিবকে বেনজির আক্রমণ বাগান সচিবের
  3. ডার্বি ম্যাচ না-হওয়ায় মোহনবাগানকে দুষছে আইএফএ

ABOUT THE AUTHOR

...view details