পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'স্পেনে ফিরে যাচ্ছি, অস্ট্রেলিয়ান ওপেন খেলব না'; কেন এমন ঘোষণা করলেন নাদাল!

Rafael Nadal: অস্ট্রেলিয়া ওপেন 2024-এ দেখা যাবে না রাফায়েল নাদালকে ৷ টেনিস তারকা রবিবার এক্সে জানিয়ে দেন, তিনি বিশ্রাম নিতে স্পেনে ফিরে যাচ্ছেন ৷ কিন্তু এমন কী হল যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হল?

অস্ট্রেলিয়া ওপেন খেলা হবে না নাদালের
Rafael Nadal

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 5:18 PM IST

মেলর্বোন, 7 জানুয়ারি:12 মাস পর কোর্টে ফিরেছিলেন তিনি। গতবছর অস্ট্রেলিয়ান ওপেনে যে চোট পেয়েছিলেন, চলতি বছর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই রাফায়েল নাদালের প্রত্যাবর্তনের আশায় ছিল টেনিস দুনিয়া। কিন্তু তার আগে এমন কী হল যে টেনিস তারকা জানালেন, বিশ্রাম নিতে স্পেনে ফিরে যেতে হচ্ছে ৷ আর তাতেই পরিষ্কার অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন না তিনি ৷ রবিবার নাদাল নিজেই এক্সে জানিয়ে দেন, অস্ট্রেলিয়া ওপেন থেকেও নাম তুলে নিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের আগে ব্রিসবেন ইন্টারন্যাশনালে চারটি ম্যাচ খেলেছেন নাদাল। ডাবলসে একটি ও সিঙ্গলসে তিনটি।

আসলে কোমরের চোটে জেরবার হয়ে বাধ্য হয়েই সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল । 22 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা যিনি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না, তা তিনি এক্সে জানিয়ে দিয়েছেন। আপাতত স্পেনে ফিরে যাবেন তিনি। দেশে গিয়ে অস্ত্রোপচারের পর অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাবেন নাদাল।

এক্সে নাদাল লিখেছেন, "ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলতে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম। সেই চোট সারিয়ে ওঠা সম্ভব হয়নি।আমাকে এই চোট চিন্তায় ফেলেছিল। একবার আমি মেলবোর্নে গিয়ে এমআরআই করার সুযোগ পেয়েছি এবং আমার পেশিতে মাইক্রো টিয়ার হয়েছে ৷ স্বভাবতই আমার পক্ষে অস্ট্রেলিয়ান ওপেন খেলা সম্ভব নয়।" স্প্যানিশ তারকা আরও লিখেছেন, "আমার শরীরের যা অবস্থা তাতে পাঁচ সেটের ম্যাচ খেলা সম্ভব নয়। আর তাই স্পেনে ফিরে যাচ্ছি। সেখানে অস্ত্রোপচার করানোর পর অনির্দিষ্টকালের জন্য বিশ্রাম নেব ৷

14 জানুয়ারি শুরু হতে চলেছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন ৷ তিনি এক্সে আরও লিখেছেন, "আমি সত্যিই এখানে খেলতে চেয়েছিলাম ৷ আমি কয়েক'টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি যা আমাকে খুব আনন্দ দিয়েছে এবং ইতিবাচক করেছে। আমি এই প্রত্যাবর্তনের জন্য বছরভর খুব কঠোর পরিশ্রম করেছি এবং আমি সবসময় বলেছি আমার লক্ষ্য হল 3 মাস সেরা পর্যায়ে থাকা। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ এবং শীঘ্রই দেখা হবে! রাফা ৷"

আরও পড়ুন:

  1. 8 বছর পর লড়াইয়ে নেমেই জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার
  2. ছত্রিশেও 26'র স্ফূর্তি, অসামান্য সাফল্যে অবাক নন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকার
  3. 'মানসিকভাবে ভেঙে পড়েছি', মেলবোর্ন পার্কে অকাল বিদায়ের পর জানালেন নাদাল

ABOUT THE AUTHOR

...view details