পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tennis Player Slaps Opponent : ম্যাচ হেরে প্রতিপক্ষকে ঠাঁটিয়ে চড় ! টেনিস কোর্টে হইচই

টেনিস ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মারার অভিযোগ (Tennis Player Slaps Opponent) ৷ ঘানায় আয়োজিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র স্তরের টুর্নামেন্টে প্রথম বাছাই ফ্রান্সের মাইকেল কুয়াম প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আঁকরাহর কাছে হেরে যায় (Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament) ৷ ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর সময়, তাকে চড় মারে মাইকেল ৷

By

Published : Apr 6, 2022, 1:10 PM IST

Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament
Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament

ঘানা, 6 এপ্রিল : অস্কারের মঞ্চের চড়-বিতর্কের রেশ এখনও চলছে ৷ এবার তেমনই এক ঘটনা সামনে এল ৷ তবে আর বিনোদন নয় এবারের ঘটনা খেলা জগতের ৷ হারের জ্বালা সহ্য করতে না পেরে প্রতিপক্ষকে ঠাঁটিয়ে চড় মারল এক টেনিস খেলোয়াড় ৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র স্তরের একটি টুর্নামেন্টের ঘটনা ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament) ৷ জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম আফ্রিকার ঘানার ৷

ম্যাচ শেষে ফ্রান্সের বছর 15’র টেনিস খেলোয়াড় মাইকেল কুয়াম প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আঁকরাহকে চড় মারে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে দুই খেলোয়াড় হাত মেলানোর জন্য এগিয়ে আসে ৷ অভিযুক্ত ফ্রান্সের মাইকেল কুয়াম নেটের সামনে অপেক্ষা করছিল প্রতিপক্ষ খেলোয়াড়ের ৷ ঘানার রাফায়েল নি আঁকরাহ এগিয়ে গিয়ে হাত মেলাতেই, তাকে সপাটে চড় মারে মাইকেল ৷ কোর্টে সেই সময় উপস্থিত দর্শকরা সেই দৃশ্য় ক্যামেরাবন্দি করে ফেলেন ৷ আর মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় ৷

আরও পড়ুন : Korea Open: পিছিয়ে পড়েও কোরিয়া ওপেনে জয় দিয়ে শুরু লক্ষ্যর

মঙ্গলবারের ঘটনায় ভিডিয়োটি পোস্ট হওয়া মাত্র প্রাথমিকভাবে সেটি ফানশানাল টেনিস পডকাস্টের তরফে শেয়ার করা হয় ৷ আর সেখানে পোস্ট করে লেখা হয়, খুব দ্রুত ভিডিয়োটি সরিয়ে দেওয়া হবে ৷ কিন্তু, আক্রান্ত টেনিস খেলোয়াড়ের কোচ ভিডিয়োটি নিয়ে টুইটারে শেয়ার করে দেন ৷ ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, কয়েকঘণ্টায় সেটি 7.38 লক্ষ মানুষ টুইটারে দেখেছে ৷ প্রসঙ্গত, ফ্রান্সের মাইকেল কুয়ামে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ছিল ৷ কিন্তু, প্রথম রাউন্ডেই ঘানার প্রতিপক্ষের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৷ ম্যাচের ফল 6-2, 6-7, 7-6 ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details