ঘানা, 6 এপ্রিল : অস্কারের মঞ্চের চড়-বিতর্কের রেশ এখনও চলছে ৷ এবার তেমনই এক ঘটনা সামনে এল ৷ তবে আর বিনোদন নয় এবারের ঘটনা খেলা জগতের ৷ হারের জ্বালা সহ্য করতে না পেরে প্রতিপক্ষকে ঠাঁটিয়ে চড় মারল এক টেনিস খেলোয়াড় ৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র স্তরের একটি টুর্নামেন্টের ঘটনা ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament) ৷ জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম আফ্রিকার ঘানার ৷
ম্যাচ শেষে ফ্রান্সের বছর 15’র টেনিস খেলোয়াড় মাইকেল কুয়াম প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আঁকরাহকে চড় মারে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে দুই খেলোয়াড় হাত মেলানোর জন্য এগিয়ে আসে ৷ অভিযুক্ত ফ্রান্সের মাইকেল কুয়াম নেটের সামনে অপেক্ষা করছিল প্রতিপক্ষ খেলোয়াড়ের ৷ ঘানার রাফায়েল নি আঁকরাহ এগিয়ে গিয়ে হাত মেলাতেই, তাকে সপাটে চড় মারে মাইকেল ৷ কোর্টে সেই সময় উপস্থিত দর্শকরা সেই দৃশ্য় ক্যামেরাবন্দি করে ফেলেন ৷ আর মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় ৷