নয়াদিল্লি, 16 মে : কনসাস বিশ্ববিদ্যালয়ের হয়ে পুরুষ বিভাগে হাইজাম্প টাইটেল জিতলেন ভারতের তেজস্বীন শঙ্কর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে সবচেয়ে বড় 12টি ফিল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল ৷ শনিবারের এই প্রতিযোগিতায় তেজস্বীন শঙ্কর হাইজাম্পে সোনা জিতেছেন ৷ তিনি বার থেকে 2.28 মিটার উচ্চতা দিয়ে লাফ দেন ৷
তবে, এই প্রচেষ্টা সত্ত্বেও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি ৷ কারণ টোকিও অলিম্পিকে যেতে হলে তেজস্বীন শঙ্করকে বার থেকে 2.33 মিটার উচ্চতায় লাফাতে হত ৷ এর আগে তেজস্বী শঙ্কর 2019 সালে পুরুষ হাইজাম্প টাইটেল জিতেছিলেন ৷ 2020 সালে এই প্রতিযোগিতা করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল ৷ দিল্লির এই হাইজাম্প অ্যাথলিট কনসাস বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা করছিলেন ৷ 2017 সালে তিনি 4 বছরের অ্যাথলিট স্কলারশিপ পেয়েছিলেন ৷