কলকাতা, 18 জুন : গত কয়েক বছরে ইস্টবেঙ্গলে লগ্নিকারীর সমস্যা বারবারই মাথাচাড়া দিয়েছে । তবে এবার লগ্নিকারীর সঙ্গে সরাসরি সংঘাত নয় । চুক্তি করতে সময় লাগছে দু'পক্ষের । আর সেই কারণেই চাপ বাড়ছে ক্লাবের রিক্রুটারদের উপরে । নতুন করে ফুটবলাদের সঙ্গে চুক্তি করতে গিয়ে সমস্যায় পড়ছে পদ্মাপাড়ের ক্লাব (East Bengal Investor Issue)।
শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ইনভেস্টর সমস্যায় ভুগছিল লাল-হলুদে । সেই সময় ত্রাতা হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইস্টবেঙ্গলে বিনিয়োগের বিষয়ে উৎসাহ দেখিয়েছিল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও । সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তাদের সঙ্গে কথাও বলেছিলেন । কিন্তু তারপরেও কেন ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি হল না ?
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গোষ্ঠী ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে এলে মালিকানা দাবি করত । সৌরভ নিজেও স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছিলেন । মালিক হিসেবেই আসতে চায় রেড ডেভিলসরা । তবে শতবর্ষের ক্লাবের মালিক অন্য কোনও গোষ্ঠী হলে, সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। ইস্টবেঙ্গল সমর্থকদের ক্লাব । কর্তারাও সমর্থকদের কথা ভেবেই কাজ করেন । ঠিক এই কারণেই শ্রী সিমেন্টের সঙ্গেও সমস্যা হয়েছিল কর্তাদের । শ্রী সিমেন্ট ক্লাবের দায়িত্ব নিজেদের কাছে রাখার কথা জানিয়েছিল । সেভাবে প্রাথমিক চুক্তি সারলেও মূল চুক্তিতে সই করেননি ইস্টবেঙ্গল কর্তারা । অন্যদিকে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের বহু পুরনো সম্পর্ক । কিংফিশারের আগে লাল-হলুদের স্পনসর ছিল তারা । ফলে কলকাতার এই সংস্থা সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দেবেন বলেই বিশ্বাস কর্তাদের ।