চেন্নাই, 13 অগস্ট: মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় হকি দল ৷ 4-3 গোলে জয়ের পর ভারতীয় দলের জন্য তামিলনাড়ু সরকারের তরফে 1 কোটি 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রত্যেক হকি খেলোয়াড়কে 5 লক্ষ টাকা এবং কোচ ও সাপোর্ট স্টাফদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷
শনিবার রাতে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং মালয়েশিয়া ৷ কিছুটা পিছিয়ে পড়েও মালয়েশিয়ানদের বিরুদ্ধে দারুণভাবে ফিরে আসে হরমনপ্রীত সিংয়ের দল ৷ 1-3 গোলে পিছিয়ে পড়েও দূরন্ত কামব্যাক করে ভারত ৷ হকি দলের এই অসাধারণ পারফর্ম্যান্সে খুশি হয়ে 1 কোটি 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ এই অর্থের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে হকি খেলোয়াড়দের ৷ আর কোচ, সহকারী কোচ এবং বাকি সাপোর্ট স্টাফ পাবেন 2 লক্ষ 50 হাজার টাকা করে ৷