পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Prize Money to Indian Hockey Team: ভারতীয় হকি দলকে 1 কোটি 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার তামিলনাড়ু সরকারের - Asian Champions Trophy

Prize Money to Indian Hockey Team from Tamil Nadu Government: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভারতীয় হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার ৷ প্রত্যেক খেলোয়াড় এবং কোচ ও সাপোর্ট স্টাফকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷

Image Courtesy: MK Stalin Twitter
Image Courtesy: MK Stalin Twitter

By

Published : Aug 13, 2023, 12:56 PM IST

চেন্নাই, 13 অগস্ট: মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় হকি দল ৷ 4-3 গোলে জয়ের পর ভারতীয় দলের জন্য তামিলনাড়ু সরকারের তরফে 1 কোটি 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রত্যেক হকি খেলোয়াড়কে 5 লক্ষ টাকা এবং কোচ ও সাপোর্ট স্টাফদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷

শনিবার রাতে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং মালয়েশিয়া ৷ কিছুটা পিছিয়ে পড়েও মালয়েশিয়ানদের বিরুদ্ধে দারুণভাবে ফিরে আসে হরমনপ্রীত সিংয়ের দল ৷ 1-3 গোলে পিছিয়ে পড়েও দূরন্ত কামব্যাক করে ভারত ৷ হকি দলের এই অসাধারণ পারফর্ম্যান্সে খুশি হয়ে 1 কোটি 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ এই অর্থের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে হকি খেলোয়াড়দের ৷ আর কোচ, সহকারী কোচ এবং বাকি সাপোর্ট স্টাফ পাবেন 2 লক্ষ 50 হাজার টাকা করে ৷

শনিবার রাতের ফাইনালে ভারতের হয়ে গোল করেছেন যুগরাজ সিং, অধিনায়ক হরমনপ্রীত সিং, গুরজর সিং এবং আকাশদীপ সিং ৷ রাউন্ড রবিন লিগে মালয়েশিয়ার বিরুদ্ধে 5-0 গোলে ম্যাচ জিতেছিল ভারত ৷ এমনকী লিগের সেরা দল হিসেবে 12 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় হকি দল ৷ সেমিফাইনালে জাপানকে 5-0 গোলে হারান হরমনপ্রীতরা ৷ কিন্তু, প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা মালয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ছন্নছাড়া লেগেছিল ৷

আরও পড়ুন:পিছিয়ে পড়ে বাজিমাত, মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জয় ভারতের

তবে, এর আগে 3 বারের চ্যাম্পিয়নরা দারুণভাবে ম্যাচে ফিরে আসে ৷ আর অনভিজ্ঞ মালয়েশিয়াকে 60 মিনিটের ফাইনাল বাঁশি বাজার আগে 4-3 গোলে মাত দেয় ভারতীয় দল ৷ 2011 সালে এই টুর্নামেন্টের প্রথম অধ্যায়ে পাকিস্তানকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় ভারত ৷ এর পর 2016 সালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলে সেরার শিরোপা জেতে ভারতীয় দল ৷ 2018 সালে ভারত এবং পাকিস্তান যুগ্মভাবে জয়ী হয় ৷ এবার 2023 সালে মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হল টিম মেন ইন ব্লু ৷

ABOUT THE AUTHOR

...view details