কলকাতা, 16 ফেব্রুয়ারি : মৌমা দাস, পৌলমী ঘটক, সৌম্যদীপ রায় থেকে শুভজিৎ সাহা ৷ বাংলা থেকে একসময় উঠে এসেছিল একঝাঁক প্রতিভাবান টেবিল টেনিস তারকা ৷ আন্তর্জাতিক স্তরে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করেছে ৷ বর্তমানে ফের রাজ্য থেকে উঠে আসছে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ প্যাডলার ৷ যাঁরা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে নিজেদের ছাপ ফেলতে প্রস্তুত ৷
সাফল্যের সঙ্গে তিনবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস আয়োজন করেছে ক্রীড়ামন্ত্রক ৷ এবার ইউনিভার্সিটি পর্যায়েও দেশের প্রতিভা তুলে আনতে তৎপর তারা ৷ ওড়িশায় 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চলবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বা KIUG ৷ প্রতিযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করতে চলা শ্রেয়সী হাজরা বলেন, টেবিল টেনিসে পশ্চিমবঙ্গে প্রচুর উঠতি প্রতিভা রয়েছে ৷ টেবিল টেনিসের প্রতি বাবা-মা এবং কোচেদের উৎসাহের কারণেই এটা সম্ভব হচ্ছে ৷ KIUG-তে কলকাতা ইউনিভার্সিটির মেয়েরা সেরাটা উজাড় করে দেবে বলে আত্মবিশ্বাসী তিনি ৷