কলকাতা, 3 জুলাই : টিকাকরণের কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবল ক্রিকেট বল গড়ানোর প্রস্তুতি শুরু করেছে । কিন্তু টেবিল টেনিস শুরু করার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই । কারণ আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের এখনও টিকাকরণ শুরু হয়নি ৷ এদিকে টেবিল টেনিসের সিংহভাগ খেলোয়াড়ের বয়স আঠারো বছরের নিচে । ফলে সংক্রমণের অধোগতি, পরিস্থিতির উন্নতি এবং সরকারের সবুজ সংকেতের দিকে তাকিয়ে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন বা বিএসটিটিএ ।
এই বিষয়ে বিএসটিটিএ-র যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলছেন, "আপাতত আমরা চারটি টুর্নামেন্ট করতে পেরেছি । তার মধ্যে একটি টুর্নামেন্টের ফাইনাল বাকি রয়েছে । অগাস্ট মাসে সেই বকেয়া ফাইনাল ম্যাচ করার পরিকল্পনা রয়েছে । আমাদের খেলায় বেশি সংখ্যায় যোগদান হয় । গত মরসুমে চন্দননগরে প্রথমে খেলা শুরু হয়েছিল । শেষ টুর্নামেন্ট হয়েছে গড়ফাতে । হাজারের বেশি খেলোয়াড় যোগদান করেছে । প্রতিটি টুর্নামেন্টে কোভিড বিধিনিষেধ মেনে আয়োজন হয়েছিল । কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সব জায়গায় খেলা বন্ধ । জীবনের ঝুঁকি নিয়ে তো খেলার আয়োজন করতে পারি না ।"
তাহলে কি এই মরসুমে টেবিল টেনিসের কোনও টুর্নামেন্টের আয়োজন হবে না ?