পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আঠারোর নিচে টিকাকরণ নেই, থমকে টেবিল টেনিস - টিকার জন্য থমকে টেবিল টেনিস

18 বছরের নিচে বয়সীদের ভ্যাকসিনেশন চালু না হওয়ায় বন্ধ রয়েছে টেবিল টেনিসের অনুশীলন ৷

table tennis
table tennis

By

Published : Jul 3, 2021, 12:39 PM IST

কলকাতা, 3 জুলাই : টিকাকরণের কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবল ক্রিকেট বল গড়ানোর প্রস্তুতি শুরু করেছে । কিন্তু টেবিল টেনিস শুরু করার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই । কারণ আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের এখনও টিকাকরণ শুরু হয়নি ৷ এদিকে টেবিল টেনিসের সিংহভাগ খেলোয়াড়ের বয়স আঠারো বছরের নিচে । ফলে সংক্রমণের অধোগতি, পরিস্থিতির উন্নতি এবং সরকারের সবুজ সংকেতের দিকে তাকিয়ে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন বা বিএসটিটিএ ।

এই বিষয়ে বিএসটিটিএ-র যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলছেন, "আপাতত আমরা চারটি টুর্নামেন্ট করতে পেরেছি । তার মধ্যে একটি টুর্নামেন্টের ফাইনাল বাকি রয়েছে । অগাস্ট মাসে সেই বকেয়া ফাইনাল ম্যাচ করার পরিকল্পনা রয়েছে । আমাদের খেলায় বেশি সংখ্যায় যোগদান হয় । গত মরসুমে চন্দননগরে প্রথমে খেলা শুরু হয়েছিল । শেষ টুর্নামেন্ট হয়েছে গড়ফাতে । হাজারের বেশি খেলোয়াড় যোগদান করেছে । প্রতিটি টুর্নামেন্টে কোভিড বিধিনিষেধ মেনে আয়োজন হয়েছিল । কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সব জায়গায় খেলা বন্ধ । জীবনের ঝুঁকি নিয়ে তো খেলার আয়োজন করতে পারি না ।"

তাহলে কি এই মরসুমে টেবিল টেনিসের কোনও টুর্নামেন্টের আয়োজন হবে না ?

আপাতত জোনাল টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে টেবিল টেনিস ফেডারেশন । শুধুমাত্র জাতীয় চ্যাম্পিয়নশিপ হবে বলে ঠিক হয়ে রয়েছে । সেখানে শুধু মাত্র পুরুষ এবং মহিলা বিভাগের খেলা হবে । বাকি বয়স ভিত্তিক বিভাগ হওয়ার সম্ভাবনা কম । তবে কোভিড পরিস্থিতি বদলে গেলে পুরো ছবিটাই পালটে যেতে পারে ।

আরও পড়ুন : Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

রাজ্য পর্যায়ে বিএসটিটিএ কি একই পন্থা অবলম্বন করবে ? এই প্রশ্নে যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলছেন, "দেখুন সমস্ত টুর্নামেন্ট আয়োজন আমাদের লক্ষ্য । কিন্তু পরিস্থিতি হাতের মধ্যে নেই । ইতিমধ্যে চারটি টুর্নামেন্ট আয়োজন করেছি । যা পরিস্থিতি তাতে আঠারো বছরের নিচে বয়সীদের জন্য টিকাকরণ যদি না আসে তাহলে স্টেজ থ্রি টুর্নামেন্টগুলো করতে পারব না । ঝুঁকি হয়ে যাবে । রাজ্য চ্যাম্পিয়নশিপ ভালভাবে করার পরিকল্পনা রয়েছে । আপাতত অক্টোবর কিংবা নভেম্বর মাসে রাজ্য চ্যাম্পিনশিপ আয়োজিত হতে পারে ।"

ABOUT THE AUTHOR

...view details