কলকাতা, 25 জুন : হাজারো মানুষের কোলাহল, ব্যস্ততার মাঝে কলেজ স্কয়্যারের পুলের জল যেন টাটকা বাতাস ৷ শহরের সাঁতারুদের পছন্দের জায়গা ৷ কলকাতার সাঁতারের আঁতুড়ঘর বলতে প্রথমেই মাথায় আসে কলেজ স্কয়্যারের নাম ৷ এককথায় বলা যায়, এখানেই কলকাতার সাঁতার সংস্কৃতির শিকড় লুকিয়ে ।
মধ্য কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট শিক্ষা এবং সংস্কৃতির ভরকেন্দ্র । হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশাল আয়তনের বাড়িগুলির মাঝে কলেজ স্কয়্যারের পুলের জল যেন টাটকা বাতাস । স্বাভাবিক সময়ে এখানে মানুষের ভিড় লেগেই থাকে । সকাল বিকেলে সাঁতারুদের দাপটে পুলের জল তোলপাড় হয় ৷ এমন এক প্রাণচঞ্চল পরিবেশ একলহমায় বদলে গেছে ৷ কোরোনা ভাইরাসের আক্রমণের জেরে নিস্তব্ধ হয়ে রয়েছে ।
কলেজ স্কয়্যার সুইমিং ক্লাব, ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্সটিটিউট, YMC, বৌবাজার ব্যায়াম সমিতি, শৈলেন্দ্র মেমোরিয়াল ক্লাব, সেন্ট্রাল সুইমিং ক্লাব কলেজ স্কয়্যারের পুলটি ব্যবহার করে । এই ক্লাবগুলির পিছনে একশো বছরের ইতিহাস রয়েছে । একশো বছরের পুরানো কলেজ স্কয়্যার সুইমিং ক্লাবে চার প্রজন্ম ধরে কাজ করে আসছেন অশোক রায় এবং তাঁর পরিবার । তাঁরা এমন দৃশ্য এর আগে কখনও চোখে দেখেননি ।