কলকাতা, 18 সেপ্টেম্বর : বয়স 24-এর কোঠায় ৷ আর এই বয়সেই নাকি অবসরের চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন ৷ তেলাঙ্গানা ওপেন ন্যাশনাল অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে গিয়ে নিজেই অবসর জল্পনা উসকে দিয়েছেন এই বাঙালি অ্যাথলিট ।
পৌনঃপুনিকভাবে চোট পাওয়া এবং তার জেরে অনুশীলন না করতে পারার জন্যই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বপ্না । শুক্রবার নিজেই বুট তুলে রাখার কথা বলেছেন । এই ব্যাপারে সিদ্ধান্ত নাকি নিয়েই ফেলেছেন । কলকাতায় এসে কোচ সুভাষ সরকার এবং কাছের মানুষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন স্বপ্না । ওপেন অ্যাথলেটিক্স মিটে নিজের অফিস রেলের বাধ্যবাধকতার কারণে নেমেছেন বলেও জানিয়েছেন স্বপ্না ।
2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ইতিহাস গড়ে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন ৷ স্বাভাবিকভাবে স্বপ্নাকে ঘিরে বাঙালি প্রত্যাশা রয়েছে ৷ কিন্তু এশিয়ান গেমস থেকে ফেরার পর থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছেন ৷ তার উপর করোনা পরিস্থিতি ৷ যে কারণে ঠিকভাবে অনুশীলনও করতে পারেন না ৷ একজন অ্যাথলিটের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণার আর কিছু নেই ৷ তারপর থেকে শারীরিক এবং মানসিকভাবে স্বপ্না এতটাই ভেঙে পড়েছেন যে, বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ একথা বাকি অ্যাথলিটদেরও জানিয়েছেন বলে খবর । করোনা পরিস্থিতির মধ্যে অনুশীলন করতে না পারা, একাধিক চোট এবং তা থেকে রেহাই না মেলা, বিতর্কে জড়িয়ে পড়ায় মোটেও স্বস্তিতে নেই এই চ্যাম্পিয়ন অ্যাথলিট ।