পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sutirtha Mukherjee: রাজ্য টিটি-র ফাইনালে সুতীর্থা, প্রতিপক্ষ প্রাপ্তি - সুতীর্থা মুখোপাধ্যায়

6 বছর পরে রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে মহিলা বিভাগের ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যা য়(Sutirtha Mukherjee)৷

ETV Bharat
সুতীর্থা

By

Published : Dec 2, 2022, 10:40 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: হরিয়ানা অতীত । এখন বাংলার হয়ে সম্মান জয়ই পাখির চোখ সুতীর্থা মুখোপাধ্যায় । চলতি মাসেই রাশিয়ার ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন তিনি । দু'বারের জাতীয় চ্যাম্পিয়ন এবার নতুনভাবে লক্ষ্য সাজাতে চাইছেন । জাতীয় সেরার খেতাব জয়ের আগে বাংলার সেরা হতে রবিবার প্রাপ্তি সেনের বিরুদ্ধে নামবেন তিনি ।

ইতিমধ্যেই জাতীয় স্তরে সেরা প্যাডলারদের বিরুদ্ধে খেলে জয় ছিনিয়ে এনেছেন এই অলিম্পিয়ান টেবিল টেনিস খেলোয়াড় । বাংলার সেরার দৌড়ে প্রতিপক্ষের উপর রোলার চালিয়েছেন সৌম্যদীপ রায়ের ছাত্রী । ফলস্বরূপ 6 বছর পরে রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে মহিলা বিভাগের ফাইনালে সুতীর্থা । ফাইনালে তার প্রতিপক্ষ প্রাপ্তি সেন । সেমিফাইনালে সুতীর্থা, পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন এবং শেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের রানার্স মৌমা দাসকে 4-1 ব্যবধানে পরাজিত করেন । ম্যাচের ফল 11-4, 5-11, 11-4, 11-8, 11-3 ।

আরও পড়ুন :সুতীর্থা, মণিকাদের হাত ধরে টিটিতে পদক আসবে, আশায় কোচ সৌম্যদীপ

তবে ফের রাজ্য চ্যাম্পিয়নশিপে নামতে পেরে খুশি সুতীর্থা । সেমিফাইনালে মৌমা দাসের মত খেলোয়াড়কে হারাতে পেরে তৃপ্ত । "মৌমাদির মত খেলোয়াড়ের বিরুদ্ধে জয় যেকোনও সময়ই তৃপ্তি দেয় । আগেও হারিয়েছি । তবে জিতলেও মৌমাদির কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে । তাই ম্যাচ জেতার পাশাপাশি শিখলামও বলতে পারি", বলেন সুতীর্থা ।

প্রায় একই সঙ্গে যোগ করেছেন,"সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপ । ওখানে ভালো ফল করাই লক্ষ্য । তবে হরিয়ানার হয়ে খেলতে গেলেও নিজের রাজ্যের চেনা মানুষজনের মধ্যে খেলার অনুভূতি তৃপ্তির । এবার আমি রাশিয়ার একটি ক্লাবে খেলতে যাচ্ছি । আগেই যাওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততায় সময় হয়নি । এবার সেখানে যাচ্ছি ।"

অন্য সেমিফাইনালে প্রাপ্তি সেন 4-3 ব্যবধানে মৌমিতা দত্তকে পরাজিত করে ফাইনালে উঠেছেন । ম্যাচের ফল 11-7, 6-11, 12-14, 8-11, 11-8, 11-5, 11-3 । দলগত চ্যাম্পিয়নের দৌড় শেষে এখন ব্যক্তিগত ইভেন্টের খেলা চলছে । অনূর্ধ্ব 11 থেকে ওপেন সব বিভাগেই শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই চলছে । দু'বছর পরে পুরানো ছন্দে রাজ্য টেবিল টেনিসের আয়োজন ৷

আরও পড়ুন :নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

ABOUT THE AUTHOR

...view details