পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: সোনা-রুপো হাতছাড়া সুতীর্থা-ঐহিকার, সেমিতে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গতনয়াকে - সুতীর্থা ঐহিকা

Sutirtha Mukherjee and Ayhika Mukherjee Win Bronze: প্রথমে এগিয়ে থেকে শুরু করেছিল সুতীর্থা-ঐহিকা জুটি। তবে এরপরে সপ্তম সেটে দারুণ পারফর্ম করেন প্রতিপক্ষ উত্তর কোরিয়ার সুউয়ং চা এবং সুউয়ং পাক জুটি। নির্ণায়ক এই গেমে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই ছিল না। তাই ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গকন্যাকে। তবে তাতেও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন মুখোপাধ্যায় জুটি ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:26 PM IST

Updated : Oct 2, 2023, 4:43 PM IST

হ্যাংঝাউ, 2 অক্টোবর:এশিয়ান গেমসের ফাইনালে উঠতে পারল না সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায় জুটি। সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারলেন তাঁরা। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হল দুই বাঙালিকে ৷ 4-3 ব্যবধানে এদিন ভারতকে পরাজিত করল উত্তর কোরিয়া। এশিয়ান গেমসে এই প্রথমবার মেয়েদের ডাবলসে কোনও পদক এল ভারতীয় টিটি-তে। তাই সুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ ঐতিহাসিকও বটে ৷

এশিয়ান গেমসের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠেই নয়া ইতিহাস তৈরি করেছিলে দুই বঙ্গ তনয়া সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। শেষ চারে জায়গা পাকা করতেই ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সেমি জিততে পারলে সুযোগ ছিল সোনা বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজাড় করে দিয়েও শেষরক্ষা হল না। রুদ্ধশ্বাস 7 গেমের সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।

সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন দুই বঙ্গ তনয়া। কারণ এশিয়ান গেমের ইতিহাসে টেবিল টেনিসের মহিলা ডাবলসে প্রথম পদক জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টেবিল টেনিসের সব বিভাগেই যেখানে একের পর এক ভারতীয় খেলোয়ারদের লড়াই করে ব্যর্থতা ও হতাশা সঙ্গী হচ্ছিল, সেখানে সুতীর্থা ও ঐহিকা 'মুখোপাধ্যায়' এবারের এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দিলেন। অন্যদিকে, সোমবার চলতি এশিয়াডের দিনের প্রথম দিকে রোলার স্কেটিংয়ে ব্রোঞ্জ দিয়ে খাতা খুলেছে ভারত ৷

একই ইভেন্টে পুরুষ ও মহিলা দল তৃতীয় স্থানে শেষ করে ভারতের হয়ে 21 ও 22 নম্বর ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ৷ মহিলাদের স্পিড স্কেটিং এর 3 হাজার মিটার রিলে রেসে সঞ্জনা, কার্তিকা, হীরাল এবং আরতি পদক এনে দিয়েছেন ভারতকে ৷

অন্যদিকে, এই একই ইভেন্টে আরিয়ানপাল, আনন্দকুমার, সিদ্ধান্ত কাম্বলে, এবং বিক্রম ইঙ্গলে পদক পান ৷ এছাড়াও আজ বেশ কয়েকটি ইভেন্টে পদক নিশ্চিত করেছে ভারতীয় অ্যাথলিটরা ৷

অন্যদিকে কবাডিতে ভারতের মেয়েরা টিম চিনা তাইপেইয়ের বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করেছে (34-34) ৷ পাশাপাশি মহিলাদের বাস্কেটবল টিম রিপাবলিক অফ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে (57-96) ৷

আরও পড়ুন:এশিয়াডে নিয়ম ভেঙে রূপান্তকামীকে পদক! সোশাল মিডিয়ায় বিস্ফোরক স্বপ্না বর্মন

Last Updated : Oct 2, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details