হ্যাংঝাউ, 2 অক্টোবর:এশিয়ান গেমসের ফাইনালে উঠতে পারল না সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায় জুটি। সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারলেন তাঁরা। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হল দুই বাঙালিকে ৷ 4-3 ব্যবধানে এদিন ভারতকে পরাজিত করল উত্তর কোরিয়া। এশিয়ান গেমসে এই প্রথমবার মেয়েদের ডাবলসে কোনও পদক এল ভারতীয় টিটি-তে। তাই সুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ ঐতিহাসিকও বটে ৷
এশিয়ান গেমসের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠেই নয়া ইতিহাস তৈরি করেছিলে দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। শেষ চারে জায়গা পাকা করতেই ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সেমি জিততে পারলে সুযোগ ছিল সোনা বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজাড় করে দিয়েও শেষরক্ষা হল না। রুদ্ধশ্বাস 7 গেমের সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।
সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন দুই বঙ্গ তনয়া। কারণ এশিয়ান গেমের ইতিহাসে টেবিল টেনিসের মহিলা ডাবলসে প্রথম পদক জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টেবিল টেনিসের সব বিভাগেই যেখানে একের পর এক ভারতীয় খেলোয়ারদের লড়াই করে ব্যর্থতা ও হতাশা সঙ্গী হচ্ছিল, সেখানে সুতীর্থা ও ঐহিকা 'মুখোপাধ্যায়' এবারের এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দিলেন। অন্যদিকে, সোমবার চলতি এশিয়াডের দিনের প্রথম দিকে রোলার স্কেটিংয়ে ব্রোঞ্জ দিয়ে খাতা খুলেছে ভারত ৷