হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: ইতিহাস তৈরি করলেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় ৷ চিনে বিশ্বচ্যাম্পিয়ন জুটি চেন মেং এবং ইয়িদি ওয়াংকে হারিয়ে মেয়েদের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠলেন তাঁরা ৷ কোয়ার্টার-ফাইনালে 11-5, 11-5, 5-11, 11-9 পয়েন্টে দুই চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠেছেন তাঁরা ৷ সেই সঙ্গে এশিয়াডে পদক নিশ্চিত করলেন বাংলার দুই মেয়ে ৷
এ দিন ম্যাচের শুরু থেকেই টেবিল টেনিসের বিশ্ব চ্যাম্পিয়ন দুই প্রতিপক্ষকে থিতু হতে দেননি সুতীর্থা এবং ঐহিকা ৷ প্রথম রাউন্ডে কিছুটা ধীরে নীতি নিয়েছিলেন চিনা দুই টিটি প্লেয়ার ৷ ভারতীয় দুই খেলোয়াড়কে পরের দিকে চাপে ফেলার পরিকল্পনা করেছিলেন চেন মেং এবং ইয়িদি ওয়াং জুটি ৷ কিন্তু, তাঁদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেন সুতীর্থা এবং ঐহিকা ৷ প্রথম গেম 11-5 পয়েন্টে জিতে, দ্বিতীয় গেমেও সেই তেজ বজায় রাখেন দুই বঙ্গতনয়া ৷ তাঁদের প্রতিটি আক্রমণাত্মক শটের কোনও জবাবও ছিল না প্রতিপক্ষের কাছে ৷ ফল দ্বিতীয় গেমও 11-5 স্কোরে জেতেন ভারতীয় টিটি প্লেয়াররা ৷