পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: টেবিল টেনিসে ইতিহাস গড়ে এশিয়াডের সেমিতে দুই বঙ্গতনয়া - এশিয়ান গেমস

Sutirtha Mukherjee and Aihika Mukherjee Doubles TT Semifinals in 19th Asian Games: এশিয়াডে টেবিল টেনিসে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:10 PM IST

Updated : Sep 30, 2023, 10:44 PM IST

ভারতের টিটি কোচ সৌরভের বার্তা

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: ইতিহাস তৈরি করলেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় ৷ চিনে বিশ্বচ্যাম্পিয়ন জুটি চেন মেং এবং ইয়িদি ওয়াংকে হারিয়ে মেয়েদের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠলেন তাঁরা ৷ কোয়ার্টার-ফাইনালে 11-5, 11-5, 5-11, 11-9 পয়েন্টে দুই চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠেছেন তাঁরা ৷ সেই সঙ্গে এশিয়াডে পদক নিশ্চিত করলেন বাংলার দুই মেয়ে ৷

এ দিন ম্যাচের শুরু থেকেই টেবিল টেনিসের বিশ্ব চ্যাম্পিয়ন দুই প্রতিপক্ষকে থিতু হতে দেননি সুতীর্থা এবং ঐহিকা ৷ প্রথম রাউন্ডে কিছুটা ধীরে নীতি নিয়েছিলেন চিনা দুই টিটি প্লেয়ার ৷ ভারতীয় দুই খেলোয়াড়কে পরের দিকে চাপে ফেলার পরিকল্পনা করেছিলেন চেন মেং এবং ইয়িদি ওয়াং জুটি ৷ কিন্তু, তাঁদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেন সুতীর্থা এবং ঐহিকা ৷ প্রথম গেম 11-5 পয়েন্টে জিতে, দ্বিতীয় গেমেও সেই তেজ বজায় রাখেন দুই বঙ্গতনয়া ৷ তাঁদের প্রতিটি আক্রমণাত্মক শটের কোনও জবাবও ছিল না প্রতিপক্ষের কাছে ৷ ফল দ্বিতীয় গেমও 11-5 স্কোরে জেতেন ভারতীয় টিটি প্লেয়াররা ৷

উল্লেখ্য, মাত্র 8 মিনিটে প্রথম গেম শেষ করে দেয় সুতীর্থা এবং ঐহিকার জুটি ৷ আর 9 মিনিটে দ্বিতীয় গেম নিজেদের নামে করেন তাঁরা ৷ যেখানে চিনা দুই খেলোয়াড় একাধিক আনফোর্সড এরর করেন ৷ বিশেষত, ফোরহ্যান্ড শট খেলতে গিয়ে ৷ মূলত, ভারতীয় জুটির ‘ফাস্ট প্লেয়িং’ নীতির সামনে কিছুটা বেশামাল হয়ে পড়েন তাঁরা ৷ তবে, তৃতীয় গেমে দুরন্ত কামব্যাক করে চাইনিজ জুটি ৷ এবার স্কোর বোর্ডে উলটো ফলাফল আসে 5-11 পয়েন্টে তৃতীয় গেম হারে সুতীর্থা এবং ঐহিকা ৷

আরও পড়ুন:স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে দশম সোনা দিল পুরুষ দল, এশিয়াডে পদকবৃষ্টি ভারতের

আর চতুর্থ গেমে এ দিনের কোয়ার্টার-ফাইনালের সবচেয়ে কঠিন খেলাটি হয় ৷ সেখানে বোর্ডে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ ছিলেন ৷ তবে, শেষ হাসি হাসে ভারতীয় জুটি ৷ 11-9 পয়েন্টে চতুর্থ গেম জিতে বিশ্বচ্যাম্পিয়নদের এশিয়াডের লড়াই থেকে ছিটকে দেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় ৷

Last Updated : Sep 30, 2023, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details