পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sushil Kumar : ম্যাচ দেখব, টিভি চাই ; জেলে বসে আবদার সুশীলের

টেলিভিশন সেট চেয়ে তিহার জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন সুশীল ৷

By

Published : Jul 5, 2021, 7:20 AM IST

Sushil Kumar
Sushil Kumar

নয়াদিল্লি, 5 জুলাই : জেলে বসে খুনে অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমারের দাবি বেড়েই চলেছে ৷ মাসখানেক আগে জেলে হাইপ্রোটিন খাবার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার রেসলিং ম্যাচ দেখার জন্য টিভি চেয়ে বসলেন সুশীল ৷ সামনেই অলিম্পিকস ৷ টিভিতে কুস্তি ম্যাচের আপডেটের জন্য তিহার জেল কর্তৃপক্ষের কাছে টেলিভিশন সেট চেয়েছেন সাগর ধনকড় খুনে অভিযুক্ত এই কুস্তিগীর ৷

এই দাবিতে তিহার জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন সুশীল ৷ এই বিষয়ে জেলের এই আধিকারিক জানিয়েছেন, "চিঠি মারফত কর্তৃপক্ষের কাছে টেলিভিশন সেট চেয়েছেন সুশীল কুমার ৷ চিঠিতে লেখা রয়েছে, তাঁকে যদি টিভি দেওয়া হয় তাহলে কুস্তি ম্যাচ সম্পর্কে আপডেট থাকতে পারবেন ৷" তবে সুশীলের এই দাবি নিয়ে তিহার জেল কর্তৃপক্ষ কী ভাবছে তা জানাননি ওই আধিকারিক ৷ এর আগে কুস্তিগীরের চেহারা ধরে রাখার জন্য হাই প্রোটিন ডায়েট ও ফুড সাপ্লিমেন্ট চেয়েছিলেন সুশীল ৷ আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট জানায়, পছন্দ খাবার চাওয়াটা ইচ্ছেপূরণ, জরুরি নয় ৷

আরও পড়ুন : প্রতিপক্ষের চোখে ঘুষি, কোচেদের সঙ্গে বিবাদ ; সুশীলের বিতর্কিত অধ্যায়

ছবিটা অন্যরকম হতেই পারত ৷ প্রতি চারবছর অন্তর দেশের অ্যাথলিটরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন ৷ অলিম্পিকসের মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন ৷ দেশের নামীদামি অ্যাথলিটরা এখন টোকিয়ো অলিম্পিকসের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ৷ কয়েকদিন পরই টোকিয়োগামী বিমান ধরবেন ৷ এরপর অলিম্পিকসের মঞ্চে শুরু হবে পদক জয়ের লড়াই ৷ এমন একটা সময়ে দু'বার অলিম্পিকসে পদক জয়ী সুশীল জেলে বন্দি জীবন কাটাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details