নয়াদিল্লি, 5 জুলাই : জেলে বসে খুনে অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমারের দাবি বেড়েই চলেছে ৷ মাসখানেক আগে জেলে হাইপ্রোটিন খাবার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার রেসলিং ম্যাচ দেখার জন্য টিভি চেয়ে বসলেন সুশীল ৷ সামনেই অলিম্পিকস ৷ টিভিতে কুস্তি ম্যাচের আপডেটের জন্য তিহার জেল কর্তৃপক্ষের কাছে টেলিভিশন সেট চেয়েছেন সাগর ধনকড় খুনে অভিযুক্ত এই কুস্তিগীর ৷
এই দাবিতে তিহার জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন সুশীল ৷ এই বিষয়ে জেলের এই আধিকারিক জানিয়েছেন, "চিঠি মারফত কর্তৃপক্ষের কাছে টেলিভিশন সেট চেয়েছেন সুশীল কুমার ৷ চিঠিতে লেখা রয়েছে, তাঁকে যদি টিভি দেওয়া হয় তাহলে কুস্তি ম্যাচ সম্পর্কে আপডেট থাকতে পারবেন ৷" তবে সুশীলের এই দাবি নিয়ে তিহার জেল কর্তৃপক্ষ কী ভাবছে তা জানাননি ওই আধিকারিক ৷ এর আগে কুস্তিগীরের চেহারা ধরে রাখার জন্য হাই প্রোটিন ডায়েট ও ফুড সাপ্লিমেন্ট চেয়েছিলেন সুশীল ৷ আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট জানায়, পছন্দ খাবার চাওয়াটা ইচ্ছেপূরণ, জরুরি নয় ৷