নয়াদিল্লি, 6 জুন : জেল কর্তৃপক্ষ যা খাবার দিচ্ছে তাতে পেট ভরছে না ৷ তাই আলাদা করে জেলের ক্যান্টিন থেকে খাবার কিনে খাচ্ছেন সাগর ধনকড় খুনে অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমার ৷ ক্যান্টিন থেকে সুশীলের জন্য আসছে দুধ ও ফল ৷ ফলের মধ্য়ে রয়েছে তরমুজ, আম ৷
একজন কুস্তিগীরের সারাদিনের খাবার সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি এবং আলাদা ৷ তাঁদের অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেতে হয় ৷ খাবারের পরিমাণও বেশি থাকে ৷ কিন্তু জেলে বসে ডায়েট অনুযায়ী খাবার পাচ্ছেন না সুশীল কুমার ৷ তাঁকে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার যাতে দেওয়া হয় সেই আবেদন করেছেন ৷ সুশীলের দাবি পূরণ করা হবে কি না তা চিকিৎসকদের পরামর্শ নিয়ে ঠিক করবে জেল কর্তৃপক্ষ ৷ কিন্তু তার আগেই নিজের সমস্যার সমাধান করে ফেলেছেন অলিম্পিকসে পদকজয়ী কুস্তিগীর ৷ ক্যান্টিন থেকে আপাতত দুধ, ফল আনিয়ে খাচ্ছেন ৷
জানা গিয়েছে, সাগর ধনকড় খুনের মামলায় 23 মে গ্রেফতার হওয়ার পর 2 জুন সুশীলকে দিল্লির মন্ডোলি জেলে পাঠানো হয় ৷ যেখানে তাঁকে আলাদা একটি সেলে রাখা হয়েছে ৷ গত বৃহস্পতিবার সুশীলকে যে খাবার খেতে দেওয়া হয় তা একজন কুস্তিগীরের জন্য যথেষ্ট ছিল না ৷ অল্প মাত্রায় খাবার এবং পাতে প্রোটিনযুক্ত খাবার না থাকলে শরীর ভেঙে পড়তে পারে ৷ তাই জেল কর্তৃপক্ষকে প্রোটিনসমৃদ্ধ খাবার দেওয়ার অনুরোধ করেছেন সুশীল ৷ দাবি পূরণ না হলে এই বিষয়ে আদালতে অনুরোধ করবেন তিনি ৷