পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sushil kumar : ক্যান্টিন থেকে আম-তরমুজ-দুধ কিনে খাচ্ছেন সুশীল - জেলের খাবারে পেট ভরছে না সুশীলের

একজন কুস্তিগীরের সারাদিনের খাবার সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি এবং আলাদা ৷ তাঁদের অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেতে হয় ৷ খাবারের পরিমাণও বেশি থাকে ৷

Sushil kumar
Sushil kumar

By

Published : Jun 6, 2021, 12:28 PM IST

নয়াদিল্লি, 6 জুন : জেল কর্তৃপক্ষ যা খাবার দিচ্ছে তাতে পেট ভরছে না ৷ তাই আলাদা করে জেলের ক্যান্টিন থেকে খাবার কিনে খাচ্ছেন সাগর ধনকড় খুনে অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমার ৷ ক্যান্টিন থেকে সুশীলের জন্য আসছে দুধ ও ফল ৷ ফলের মধ্য়ে রয়েছে তরমুজ, আম ৷

একজন কুস্তিগীরের সারাদিনের খাবার সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি এবং আলাদা ৷ তাঁদের অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেতে হয় ৷ খাবারের পরিমাণও বেশি থাকে ৷ কিন্তু জেলে বসে ডায়েট অনুযায়ী খাবার পাচ্ছেন না সুশীল কুমার ৷ তাঁকে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার যাতে দেওয়া হয় সেই আবেদন করেছেন ৷ সুশীলের দাবি পূরণ করা হবে কি না তা চিকিৎসকদের পরামর্শ নিয়ে ঠিক করবে জেল কর্তৃপক্ষ ৷ কিন্তু তার আগেই নিজের সমস্যার সমাধান করে ফেলেছেন অলিম্পিকসে পদকজয়ী কুস্তিগীর ৷ ক্যান্টিন থেকে আপাতত দুধ, ফল আনিয়ে খাচ্ছেন ৷

জানা গিয়েছে, সাগর ধনকড় খুনের মামলায় 23 মে গ্রেফতার হওয়ার পর 2 জুন সুশীলকে দিল্লির মন্ডোলি জেলে পাঠানো হয় ৷ যেখানে তাঁকে আলাদা একটি সেলে রাখা হয়েছে ৷ গত বৃহস্পতিবার সুশীলকে যে খাবার খেতে দেওয়া হয় তা একজন কুস্তিগীরের জন্য যথেষ্ট ছিল না ৷ অল্প মাত্রায় খাবার এবং পাতে প্রোটিনযুক্ত খাবার না থাকলে শরীর ভেঙে পড়তে পারে ৷ তাই জেল কর্তৃপক্ষকে প্রোটিনসমৃদ্ধ খাবার দেওয়ার অনুরোধ করেছেন সুশীল ৷ দাবি পূরণ না হলে এই বিষয়ে আদালতে অনুরোধ করবেন তিনি ৷

আরও পড়ুন : প্রতিপক্ষের চোখে ঘুষি, কোচেদের সঙ্গে বিবাদ ; সুশীলের বিতর্কিত অধ্যায়

পুলিশের দাবি অনুযায়ী, রেসলিং সার্কিটে নিজের নামে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিলেন সুশীল ৷ তাই সাগর রানা ও তাঁর বন্ধুদের মারধরের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ৷ এছাড়া অপরাধীদের সঙ্গেও নাকি যোগাযোগ রয়েছে সুশীলের ৷ সব মিলিয়ে আইনের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছেন সুশীল ৷ কিন্তু আপাতত একটা সমস্যার সমাধান করে ফেলেছেন সুশীল ৷ জেল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছেন ক্যান্টিন থেকে দুধ, ফল কিনে খাওয়া যায় ৷ সেইমতো আম, তরমুজ, দুধ ইত্যাদি আনিয়ে খাচ্ছেন ৷ এতে পেটও ভরছে আবার প্রোটিনের অভাব মিটছে ৷

প্রথম প্রথম জেলে ঢোকার পর খুব চিন্তায় ছিলেন সুশীল ৷ রাতের খাবার খাচ্ছিলেন না ৷ ঘুম হচ্ছিল না তাঁর ৷ কিন্তু ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে আসছেন ৷ খাওয়া দাওয়া করছেন ৷ জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details