পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SC to Praful Patel 2 সেপ্টেম্বর ফেডারেশনের নির্বাচন, প্রফুল প্য়াটেলকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শীর্ষ আদালতের - SC to Praful Patel

অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ (FIFA U17 Womens World Cup) আয়োজনে বাধা দিয়েছেন আপনি ৷ আমরা আপনাকে বুঝে নেব ৷ ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন ইস্যুতে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলকে ঠিক এই ভাষাতেই ধমক দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India takes a dig at Praful Patel) ৷

Etv Bharat
প্রফুল প্য়াটেলকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শীর্ষ আদালতের

By

Published : Aug 23, 2022, 7:29 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: দেশে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ আয়োজনে বাধা দিয়েছেন আপনি ৷ আমরা আপনাকে বুঝে নেব ৷ ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন ইস্যুতে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলকে (Praful Patel) ঠিক এই ভাষাতেই ধমক দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India takes a dig at Praful Patel) ৷ যদিও ভারতীয় ফুটবল আঁধার থেকে আলোয় ফেরার দিকে আরও একধাপ এগোল। ঘোষণা হল বহু প্রতীক্ষিত নির্বাচনের দিন। আগামী 2 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের । মনোনয়ন জমা দেওয়া শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর ।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিনকয়েক আগে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে (FIFA Bans AIFF)। ফিফার নির্দেশ মেনে সোমবার সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে বাতিল করেছে। ফলে নির্বাচন আরও এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি ফিফার সঙ্গে নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। নির্বাচনের প্রস্তুতি আগেই ছিল। এবার দিন ঘোষণা হতেই বাড়ল তৎপরতা। বৃহস্পতিবার থেকে শনিবার মনোনয়নপত্র দাখিল করা যাবে ৷ আগামী রবিবার অর্থাৎ 28 অগস্ট মনোনয়ন যাচাই করা হবে। যাদের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হবে, তারা চাইলে 29 অগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন ৷ 30 অগস্ট ফেডারেশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।

নির্বাচনের দিন বা পরের দিন নির্বাচনের ফল প্রকাশিত হবে। গত 16 অগস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনে পাঠায় ফিফা ৷ ফলে অনূর্ধ্ব-17 মহিলাদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সোমবারের শুনানিতে এই বিষয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দেয়, এরপর সিওএ-র কোনও ভূমিকা থাকবে না ভারতীয় ফুটবলে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর গোটা বিষয়টা দেখবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, আগে যারা সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কোনও প্রাক্তন ফুটবলার নতুন করে মনোনয়ন জমা দিতে পারবেন না। এর ফলে বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia), কল্যাণ চৌবেদের (Kalyan Chowbey) ফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়াই করার কোনও অধিকার আর থাকছে না। তবে তাঁরা যদি কোনও ফুটবল অ্যাসোসিয়েশন বা সংস্থার তরফে মনোনয়ন জমা দেন তবে সমস্যা থাকবে না। দ্রুত নির্বাচন করে কমিটি গঠন করতে পারলে নির্বাসন থেকে মুক্তি পাবে ভারতীয় ফুটবল।

আরও পড়ুন: লাল হলুদের ষষ্ঠ বিদেশি ডোহার্তি, বড় ম্যাচের টিকিটের আকুতিতে চেনা ছবি ফিরল ময়দানে

এদিকে সোমবার সুপ্রিম কোর্টে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের আইনজীবী কপিল সিবল এআইএফএফ নির্বাচনের তদারকির জন্য সুপ্রিম কোর্ট নিয়োজিত রিটার্নিং অফিসারের নিয়োগ ইস্যুতে আপত্তি জানান। সিবলের এই মন্তব্যে ক্ষুব্ধ হন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রাক্তন ফেডারেশন সভাপতির উদ্দেশে বিচারপতি বলেন, "আপনি টুর্নামেন্ট আয়োজনে বাধা দিচ্ছিলেন। আপনি ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করেছেন এবং এখনও সেটাই করে চলেছেন। আমরা আপনাকে দেখে নেব।"

ABOUT THE AUTHOR

...view details