নয়াদিল্লি, 23 অগস্ট: দেশে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ আয়োজনে বাধা দিয়েছেন আপনি ৷ আমরা আপনাকে বুঝে নেব ৷ ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন ইস্যুতে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলকে (Praful Patel) ঠিক এই ভাষাতেই ধমক দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India takes a dig at Praful Patel) ৷ যদিও ভারতীয় ফুটবল আঁধার থেকে আলোয় ফেরার দিকে আরও একধাপ এগোল। ঘোষণা হল বহু প্রতীক্ষিত নির্বাচনের দিন। আগামী 2 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের । মনোনয়ন জমা দেওয়া শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর ।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিনকয়েক আগে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে (FIFA Bans AIFF)। ফিফার নির্দেশ মেনে সোমবার সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে বাতিল করেছে। ফলে নির্বাচন আরও এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি ফিফার সঙ্গে নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। নির্বাচনের প্রস্তুতি আগেই ছিল। এবার দিন ঘোষণা হতেই বাড়ল তৎপরতা। বৃহস্পতিবার থেকে শনিবার মনোনয়নপত্র দাখিল করা যাবে ৷ আগামী রবিবার অর্থাৎ 28 অগস্ট মনোনয়ন যাচাই করা হবে। যাদের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হবে, তারা চাইলে 29 অগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন ৷ 30 অগস্ট ফেডারেশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।
নির্বাচনের দিন বা পরের দিন নির্বাচনের ফল প্রকাশিত হবে। গত 16 অগস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনে পাঠায় ফিফা ৷ ফলে অনূর্ধ্ব-17 মহিলাদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সোমবারের শুনানিতে এই বিষয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দেয়, এরপর সিওএ-র কোনও ভূমিকা থাকবে না ভারতীয় ফুটবলে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর গোটা বিষয়টা দেখবেন।