কলকাতা, 8 অগস্ট: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য ৷ ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সোমবার তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা খানিকটা কমে গিয়েছিল ৷ বর্তমানে অন্তঃসত্ত্বা সোনম ৷ ফলে স্ত্রীকে নিয়ে কোনও ঝুঁকি নেননি সুনীল ছেত্রী ৷ তবে, এই মুহূর্তে সোনম বিপদমুক্ত বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এই মাসেই ভারতীয় ফুটবল দলের অধিনায়কের স্ত্রী তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন ৷ স্ত্রীর সঙ্গে থাকার জন্য বর্তমানে ফুটবল থেকে ছুটি নিয়েছেন সুনীল ৷
সূত্রের খবর, সোমবার হঠাৎই সোনম ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ ডেঙ্গি আক্রান্ত সোনমের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় ৷ তার উপর তিনি অন্তঃসত্ত্বা ৷ ফলে দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তবে, সাময়িক সেই সমস্যা কাটিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন সুব্রতকন্যা ৷গত 12 জুন ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে একমাত্র জয়সূচক গোল করার পর, ভারতীয় ফুটবল অনুরাগীদের সুখবর কথা জানিয়েছিলেন সুনীল ৷ সেই গোলটি গ্যালারিতে উপস্থিত অন্তঃসত্ত্বা স্ত্রীকে উৎসর্গ করেছিলেন সুনীল ৷