কলকাতা, 14 সেপ্টেম্বর: আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবার প্রথমে 17 সদস্যের দল ঘোষণা করা হলেও পরে রাতের দিকে দীপক টাঙরির নাম যোগ করে তা 18 সদস্যের করা হয়েছে। যে দল ঘোষণা করা হয়েছে তাতে সুনীল ছেত্রী ছাড়া বাকি 17 জনই রিজার্ভ দলের সদস্য। এই দল বাছতে গিয়ে গত কয়েকদিন ধরেই ফেডারেশন বনাম ক্লাব এবং ইগর স্টিম্যাচের ত্রিমুখী লড়াই চলছিল।
এশিয়ান গেমস ফিফা স্বীকৃত নয়। ফলে দুয়ারে কড়া নাড়তে থাকা আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়তে অনিচ্ছুক। এই নিয়ে আইএসএলের মিডিয়া-ডে'তে ক্ষোভ পরোক্ষভাবে প্রকাশ করেছেন কার্লস কুয়াদ্রাত, জুয়ান ফেরান্দোরা। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ ফেরান্দো কিংস কাপে আশিক কুরুনিয়ানের চোট পাওয়া এবং তারপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকায় ক্ষুব্ধ। ফিফা ক্যালেন্ডার মেনে পরিকল্পনা সাজানোর কথা বলেছেন।
অন্যদিকে, ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ চেয়েছিলেন সেরা দল নিয়ে গোয়াংজু এশিয়ান গেমসে যেতে। 3 সিনিয়র ফুটবলার সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানকে দলে চেয়েছিলেন স্টিম্যাচ। কিন্তু এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি সন্দেশ এবং গুরপ্রীতকে ছাড়তে রাজি নয়। সুনীল ছেত্রী নিজে এশিয়ান গেমসে খেলার ব্যাপারে অনুমতি বেঙ্গালুরু এফসির কাছ থেকে নিয়ে রেখেছিলেন। মোহন বাগান সুপার জায়ান্ট আনোয়ার আলি, আশিস রাইকে ছাড়তে রাজি হয়নি।