কলকাতা, 15 মার্চ: দীর্ঘ কেরিয়ারের সম্ভবত শেষ মরশুম খেলছেন (Sunil Chhetri May Playing His Last Season) সুনীল ছেত্রী ৷ এমনটাই মনে করেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ ৷ তবে শেষ মরশুম খেললেও ক্রোট কোচ মনে করেন, সুনীল তাঁর সেরা খেলাটা আগামী মাসের জন্য তুলে রেখেছেন ৷ আগামীতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অবশ্যই আগামী বছর এএফসি কাপ ৷ যা আগামী বছর 12 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে 38 বছরের সুনীল ছেত্রী তৃতীয়বার এশিয়ান কাপে খেলতে নামবেন ৷
ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেছেন, "এই বয়সে এসে সম্ভবত এটাই সুনীলের বিদায়ী ফুটবল মরশুম হতে চলেছে ৷ আসন্ন এশিয়ান কাপে হয়তো শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি ৷" স্টিমাচ এও আশাপ্রকাশ করেছেন যে, সামনের ফুটবল মরশুমে সুনীল ছেত্রী নিজের সেরা পারফরম্যান্স দেবেন ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে এমনটা জানান কোচ ইগর স্টিমাচ ৷