পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Stimac on Chhetri: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের - Sunil Chhetri

এটাই সুনীল ছেত্রীর শেষ ফুটবল মরশুম বলে মনে করেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ ৷ 38 বছর বয়সে এসে সুনীল এই এএফসি কাপেই শেষবার খেলবেন বলে মনে করেন তিনি (Stimac on Chhetri) ৷

Stimac on Chhetri ETV BHARAT
Stimac on Chhetri

By

Published : Mar 15, 2023, 7:43 PM IST

কলকাতা, 15 মার্চ: দীর্ঘ কেরিয়ারের সম্ভবত শেষ মরশুম খেলছেন (Sunil Chhetri May Playing His Last Season) সুনীল ছেত্রী ৷ এমনটাই মনে করেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ ৷ তবে শেষ মরশুম খেললেও ক্রোট কোচ মনে করেন, সুনীল তাঁর সেরা খেলাটা আগামী মাসের জন্য তুলে রেখেছেন ৷ আগামীতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অবশ্যই আগামী বছর এএফসি কাপ ৷ যা আগামী বছর 12 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে 38 বছরের সুনীল ছেত্রী তৃতীয়বার এশিয়ান কাপে খেলতে নামবেন ৷

ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেছেন, "এই বয়সে এসে সম্ভবত এটাই সুনীলের বিদায়ী ফুটবল মরশুম হতে চলেছে ৷ আসন্ন এশিয়ান কাপে হয়তো শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি ৷" স্টিমাচ এও আশাপ্রকাশ করেছেন যে, সামনের ফুটবল মরশুমে সুনীল ছেত্রী নিজের সেরা পারফরম্যান্স দেবেন ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে এমনটা জানান কোচ ইগর স্টিমাচ ৷

ইম্ফলে আগামী 22 মার্চ থেকে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলবে ভারত ৷ তার আগে কলকাতায় 5 দিনের একটি ক্যাম্প করছে ভারতীয় ফুটবলাররা ৷ এই মুহূর্তে বিশ্বের সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে তিন নম্বরে রয়েছেন সুনীল ছেত্রী ৷ তাঁর আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যা 84 ৷ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 118 গোল করে রয়েছেন শীর্ষে ৷ আর দু’নম্বরে রয়েছেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী তারকা নিওনেল মেসি ৷

আরও পড়ুন:কমবয়সি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 30 গোল হ্যালান্ডের

তাঁর আন্তর্জাতিক গোল সংখ্যা 98 ৷ 2005 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছিলেন সুনীল ছেত্রী ৷ বেঙ্গালুরু এফসি-কে প্রথমে আই লিগ ও পরবর্তী সময়ে আইএসএল জিতিয়েছেন অধিনায়ক হিসেবে ৷ 2022-23 মরশুমেও আইএসএল এর ফাইনালে তুলেছেন বেঙ্গালুরু এফসি-কে ৷ 18 মার্চ গোয়ায় এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে বেঙ্গালুরু এফসি ৷ সেই দলের নেতৃত্বে থাকবেন সম্ভবত সুনীলই ৷

ABOUT THE AUTHOR

...view details