বেঙ্গালুরু, 30 জুন: শনিবার কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর উপরে বাজি ধরছে টিম ম্যানেজমেন্ট ৷ গতবারের সাফ চ্যাম্পিয়ন ভারত গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে সেমি-ফাইনালে উঠেছে ৷ যেখানে গ্রপ পর্যায়ে 1-0 গোলে এগিয়ে থাকার পরেও অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোল করে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ ড্র করে ভারত ৷ ফলে ফাইনালে কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে খেলতে হবে সুনীলদের ৷
গত দেড়মাসে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক বা সাফ চ্যাম্পিয়নশিপ ৷ এখনও পর্যন্ত প্রায় সব ম্যাচেই গোল পেয়েছেন ভারত অধিনায়ক ৷ তিন ম্যাচে 5 গোল করে এখনও পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত কীর্তির নিরিখে এক নম্বরে রয়েছেন তিনি ৷ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি ৷ বিশেষত, গ্রুপ এ-র শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে সুনীলের ভলিতে করা গোল, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাঁর সেরা ৷
সেই শটের পর ভারতীয় ফুটবলের বিশেষজ্ঞমহল মনে করছে, 38 বছরের সুনীলের মধ্যে এখনও সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষিদে রয়েছে ৷ আর লেবাননের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে, সুনীলকে তাঁর সেরা খেলাটা ফের একবার বের করে আনতে হবে ৷ আর এখানে বলার অপেক্ষা রাখে না, দলের বাকিদেরও সমানভাবে সুনীলকে সহযোগিতা করে যেতে হবে ৷ যেখান অধিনায়ক সুনীলকে সাহায্য করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং এবং উদন্ত সিংয়ের মতো উইংগার এবং সেন্টার ব্যাকরা ৷