কলকাতা, 9 জুলাই: বড় মঞ্চে প্রস্তুতির জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন সুনীল ছেত্রী ৷ কোচ ঈগর স্টিমাচের 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের দাবিকে সমর্থন করলেন সুনীল ছেত্রী ৷ জানালেন অস্ট্রেলিয়া উজবেকিস্তান সিরিয়ার মত দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মঞ্চে খেলার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি ৷ সেই সঙ্গে শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পক্ষেও সওয়াল করেছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ উল্লেখ্য, ভারতীয় কোচ ঈগর স্টিমাচ আইএসএল বন্ধ রেখে এশিয়ান কাপের জন্য 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের প্রস্তাব দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ৷
সাফ কাপ জয়ের রেশ এখনও কাটেনি। কিন্তু ভারতীয় ফুটবল দল আত্মতুষ্ট হওয়ার বদলে সামনে তাকাতে চায় ৷ সেই লক্ষ্যে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতিতে জোর দেওয়ার কথাও বলছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভারতীয় দল আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে কিংস কাপ এবং অক্টোবরে মালয়েশিয়াতে মারডেকা কাপ খেলবে ৷ মালয়েশিয়া থেকেই এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হবে ব্লু টাইগার্সের ৷ ইতিমধ্যে ট্রাই নেশন কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতে হ্যাটট্রিক করে ভারতীয় ফুটবল দল আশা জাগাতে শুরু করেছে ৷
শেষ এগারোটি ম্যাচে অপরাজিত সুনীলরা ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোতে দাঁড়িয়ে ভারত ৷ এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ বি-তে রয়েছে ৷ এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া ৷ সামনে তিনটি টুর্নামেন্টের কথা মাথায় রেখেই ভারত অধিনায়ক সুনীল বলেছেন, “যখনই আপনি জিততে শুরু করবেন, তখনই আপনার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আসবে ৷ কিংস কাপে আমরা ইরাকের বিরুদ্ধে খেলব ৷ এই ম্যাচের পারফরম্যান্স আমাদের অবস্থান বুঝিয়ে দেবে ৷ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি ৷ আর কোথায় উন্নতি দরকার তা বুঝতে পারব ৷ যা এশিয়ান কাপের আগে প্রয়োজন ৷”
আরও পড়ুন:তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা