কলকাতা, 6 জুলাই: বাবা হতে চলেছেন ৷ ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে জয়সূচক গোলের পর বিশেষ সেলিব্রেশনে সুখবর দিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ এরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ ৷ সন্তানসম্ভবা সত্ত্বেও গ্যালারিতে থেকে সুনীলকে প্রতি ম্যাচে সমর্থন জুগিয়ে গিয়েছেন স্ত্রী সোনম ভট্টাচার্য ৷ আর সাফ জয়ের পর বৃহস্পতিবার বাসভবনে স্ত্রী'র সাধের অনুষ্ঠান সারলেন ভারত অধিনায়ক ৷ পূজার্চনার মধ্যে দিয়ে ঘরোয়া রীতিনীতি মেনেই হল সেই অনুষ্ঠান ৷
সামনে এল বিশেষ মুহূর্তের সেই ভিডিয়ো ৷ বৃহস্পতিবার সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে দিদির বেবি শাওয়ারের অনুষ্ঠান অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই নিমেষে তা ভাইরাল ৷ হবু বাবা-মা'কে জানিয়েছেন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷
সপ্তাহতিনেক আগে ভানুয়াতুর বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপে সুনীল ছেত্রীর গোলেই জয়লাভ করেছিল ভারতীয় দল। গোল করার পর অধিনায়কের বিশেষ বার্তা নজর কাড়ে সকলের ৷ গোলের পর বল জার্সির মধ্যে ঢুকিয়ে স্ত্রী'র উদ্দেশে চুম্বন ছুড়ে দেন অধিনায়ক ৷ জানান দেন যে, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নয়া সদস্য ৷ শুধু তাই নয় ৷ পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ পরিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। মিষ্টি সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দু'জনের প্রেম ও রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা ৷ তারপরেই বৃহস্পতিবার সামনে আসে হবু বাবা-মায়ের বিশেষ পুজোর ছবি ৷