ক্যালিফোর্নিয়া, 19 ডিসেম্বর: বেদুইনের দেশে রূপকথা লিখলেন আর্জেন্তিনা ফুটবলের 'বরপুত্র' লিওনেল মেসি (Lionel Messi) ৷ টাইব্রেকারে গতবারের সেরাদের হারিয়ে 36 বছর পর ফুটবল বিশ্বকাপ জিতে নিল 'লা আলবিসেলেস্তে' ৷ অন্যদিকে হ্যাটট্রিক সত্ত্বেও 'ট্র্যাজিক হিরো' হয়ে রইলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ টানা দ্বিতীয়বার ট্রফিজয়ের স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরছে ফ্রান্স ৷ আর শতাব্দীর সেরা ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল সার্চ ইঞ্জিন গুগল (Search recorded its highest ever traffic in 25 years) ৷
মেসির অ্যাসিস্ট, দি মারিয়ার গোল, এমবাপের সাইডভলি- এসবকিছু সম্পর্কে জানতে টেলিভিশন, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সার্চ ইঞ্জিনেও ক্রমাগত চোখ রেখে গেলেন বিশ্বের ফুটবল পাগল অনুরাগীরা ৷ আর তাতেই নজির গড়ে ফেলল গুগল ৷ তাও আবার সর্বকালীন ৷