কলকাতা, 12 এপ্রিল: নতুন মরশুমে কোচ নিয়োগ ও দল গঠনে হঠাৎ করে জটিলতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে ৷ গতবারের ব্যর্থতাকে ভুলে শক্তিশালী দল গঠন করতে লগ্নিকারী এবং ক্লাব কর্তারা একজোট হয়েছেন ৷ বাজেট কিছুটা হলেও বেড়েছে বলে শোনা যাচ্ছে ৷ লগ্নিকারীর বরাদ্দ অর্থ ছাড়াও কো-স্পনসরের মাধ্যমে আরও কিছু অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই বিষয়টি চলতি মাসের শেষে ঘোষণা হয়ে যেতে পারে ৷ তবে, সবার আগে কোচ নিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বেশ কয়েকটি নামের মধ্যে থেকে সের্জিও লোবেরাকে কোচ করার জন্য ঝাঁপিয়েছে ইমামি ৷ প্রাথমিক কথাবার্তা হলেও সের্জিও লোবেরাকে সই করানো নিয়ে জট কাটেনি ইস্টবেঙ্গলে ৷
চিনের যে ক্লাবে এখন কোচিং করান, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না লোবেরা । এমনই খবর পাওয়া যাচ্ছে ৷ ফলে ইস্টবেঙ্গলে তাঁর সই করা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ পাশাপাশি এটাও শোনা যাচ্ছে ওড়িশা এফসি নাকি স্প্যানিশ কোচকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ৷ আর তারপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
পয়লা বৈশাখে বার পুজোর দিনে লাল-হলুদে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে লোবেরার নাম ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, এখন যা পরিস্থিতি তাতে ভবিষ্যত কী হবে তা বলা কঠিন ৷ কোচ ঠিক না হলে ফুটবলাদের সঙ্গেও কথাবার্তাও এগিয়ে নিয়ে যেতে পারছেন না লাল-হলুদ কর্তারা ৷ ফলে আরও দেরি হয়ে যাচ্ছে সই করাতে ৷ দেরি হলে ফুটবলারদের পেতেও সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ বিদেশি ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলাদের নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের ৷ আর সেই কারণেই কোচ ঠিক করতে শুরু থেকেই জোর দিয়েছিলেন কর্তারা ৷ সেই ক্ষেত্রেও ব্যর্থ হয়েই ফিরতে হবে কর্তাদের ? এই প্রশ্নের উত্তরে কর্তা-লগ্নিকারী দুই তরফে কেবল অপেক্ষার কথা বলা হচ্ছে ৷