কলকাতা, 18 অক্টোবর: ডেঙ্গি আক্রান্ত সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। বুধবার তাঁকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে (Subrata Bhattacharya Hospitalized after infected by Dengue)। গল্ফগ্রিনের বাসিন্দা সুব্রত ভট্টাচার্যের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে স্বভাবতই উৎকণ্ঠা ফুটবল অনুরাগীদের মনে। গত কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিলেন প্রাক্তন এই দিকপাল ফুটবলার। জ্বর না-কমায় রক্ত পরীক্ষা করা হলে রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে কিংবদন্তি সবুজ-মেরুন ডিফেন্ডারের। নিয়মিত প্লেটলেট পরীক্ষা করে এদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
24 ঘণ্টা না-গেলে অবস্থা স্বাভাবিক বলতে রাজি নন চিকিৎসকরা। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, ভালোই আছেন ময়দানের 'বাবলু'। গত কয়েকদিন ধরেই প্রাক্তন বাগান ফুটবলারের তাপমাত্রা ওঠা-নামা করছিল বলে জানা গিয়েছে। শেষপর্যন্ত ঝুঁকি না-নিয়ে ডেঙ্গি পরীক্ষার নির্দেশ দেন চিকিৎসকরা।