পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Subhash Bhowmick Hospitalized : গুরুতর অসুস্থ সুভাষ ভৌমিক, সাহায্যের হাত বাড়াল ময়দান - Subhash Bhowmick admitted to a private Hopital at South Kolkata

বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অসুস্থতা নিয়ে (Subhash Bhowmick admitted to a private Hopital at South Kolkata)। আগেও অসুস্থ হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ময়দানের 'ভোম্বল দা'। তেইশ বছর আগে হৃদযন্ত্রে বাইপাস হয়েছিল সুভাষ ভৌমিকের।

Subhash Bhowmick Hospitalized
গুরুতর অসুস্থ সুভাষ ভৌমিক, সাহায্যের হাত বাড়াল ময়দান

By

Published : Jan 21, 2022, 9:45 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : ভাল নেই সুভাষ ভৌমিক। কিডনি প্রতিস্থাপন করতে হবে আসিয়ান জয়ী কোচের। লাল-হলুদের প্রাক্তনী বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি (Subhash Bhowmick admitted to a private Hopital at South Kolkata)। আগেও অসুস্থ হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ময়দানের 'ভোম্বল দা'। তেইশ বছর আগে হৃদযন্ত্রে বাইপাস হয়েছিল সুভাষ ভৌমিকের। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুলি তাঁর অস্ত্রোপচার করেছিলেন। এরপর থেকে মোটের উপর ভালই ছিলেন।

কিন্তু দিনকয়েক আগে বুকে সংক্রমণ হয় সুভাষ ভৌমিকের। সেই থেকেই গুরুতর অসুস্থ 1970 এশিয়াডে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের এই সদস্য ৷ স্বাভাবিকভাবেই সুভাষ ভৌমিকের অসুস্থতার খবরে ময়দান জুড়েই দুশ্চিন্তার বাতাবরণ। প্রাক্তন তারকা ফুটবলারের চিকিৎসার জন্য সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সুভাষ ভৌমিকের চিকিৎসা কোন পথে এগোবে তা নিয়ে আলোচনা হয়। ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য সকলেই সুভাষ ভৌমিকের চিকিৎসা পরিকল্পনা ইস্যুতে মত বিনিময় করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মহমেডান স্পোর্টিং'য়ের কার্যকরী সভাপতি কামারঊদ্দিনও।

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক

ছিলেন সুভাষ-পুত্র অর্জুন ৷ ব্যয়সাপেক্ষ সুভাষ ভৌমিকের কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা কীভাবে চলবে তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। আইএফএ এবং তিন প্রধান সুভাষ ভৌমিকের পাশে দাঁড়াতে তৈরি। ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী স্বয়ং ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details