পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB Coach Stephen Constantine: নতুন মরশুমে কি থাকছেন লাল-হলুদের সঙ্গে? ধোঁয়াশায় কনস্ট্যানটাইন

বড় ম্যাচে বারবার হারের ফলে চাপে ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল হলুদ সমর্থকদের এমন করুণ দশা এর আগে ময়দান কখনও হয়তো দেখেনি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে নতুন মরশুমে কি ইস্টবেঙ্গলে থাকছেন স্টিফেন কনস্ট্যানটাইন (EB Coach)? এই প্রশ্নের উত্তর লাল-হলুদ কোচ জানালেন, পরের বছরের চুক্তি নিয়ে কথা হলেও কিছু ফাইনাল হয়নি। তবে থাকার প্রস্তাব পেলে কে না-থাকতে চায়। তবে থাকার আগ্রহ তাঁর আছে ৷

EB Coach Stephen Constantine
নতুন মরশুমে কি থাকছেন লাল হলুদ কোচ

By

Published : Feb 26, 2023, 9:21 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি:20টি ম্যাচে 6টি জয়, 1টি ড্র, 13টি হার। চলতি মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal) জয়-পরাজয়ের পরিসংখ্যান দু'টোই সর্বোচ্চ। আইএসএলের পর লাল-হলুদ ব্রিগেড তাদের পরবর্তী টুর্নামেন্ট খেলবে সুপার কাপ। যা শুরু হবে 8 এপ্রিল, কেরলে। প্রায় 40 দিন পর পরবর্তী টুর্নামেন্ট। আইএসএলের এই পারফরম্যান্সের পরে অনেকেই বলছেন সুপার কাপেও ব্যর্থতা ভবিতব্য। আইএসএলের প্রথম বছরের মতো ইস্টবেঙ্গল চলতি বছরেও দশ নম্বরে শেষ করেছে। আই লিগ এবং ডুরান্ড কাপ, আইএসএল ইস্টবেঙ্গল ডার্বিতে টানা ব্যর্থতার সংখ্যা আট।

এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তা স্বাভাবিক। পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে স্টিফেন কনস্ট্যানটাইনের হাতেই কি নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব থাকবে? ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলন শেষে স্টিফেন জানান, আমার চুক্তি মে মাস পর্যন্ত। তারপর ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেবে জানি না। তবে তিনি থাকতে রাজি, জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। স্টিফেন বলেন, "থাকার প্রস্তাব পেলে কে না-থাকতে চায়। আমিও আগ্রহ প্রকাশ করেছি ৷"

তাহলে থাকছেন কি না, প্রশ্ন উঠছে কেন? স্টিফেনের উত্তর, "ম্যানেজমেন্ট আমার সঙ্গে আলোচনায় বসবে বলেছে। যতক্ষণ না-আমার সামনে চুক্তিপত্র দিচ্ছে ততক্ষণ আমি বলতে পারি না পরের মরশুমে থাকছি কি না ৷" পরের মরশুম নিয়ে আপনার যেসব পরিকল্পনা রয়েছে তার ভবিষ্যত কি? ব্রিটিশ কোচ বলেন, "হারতে আমি একেবারে পছন্দ করি না। পরিসংখ্যানে গত দু'টো আইএসএলের তুলনায় এবার ভালো হয়েছে পারফরম্যান্স। তবে তা আত্মসন্তুষ্টির জায়গায় নেই। বরং অনেকটা হতাশার বলতে পারেন।"

আরও পড়ুন:পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যানটাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

নতুন মরশুমে পরিকল্পনা কী? স্টিফেনের উত্তর, "এটার উত্তর ম্যানেজমেন্ট বলতে পারবে। আমি অক্টোবর থেকে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার এবং বিদেশি ফুটবলার বেছে রেখেছিলাম। পেলাম শুধু জ্যাক জারভিসকে। তাঁর দলে যোগ দেওয়া কতটা প্রভাব ফেলেছে তা দেখা যাচ্ছে। দলের সঙ্গে মানিয়ে নিলে আগামী মরশুমে জারভিস বারোটার বেশি গোল করবে। নতুন মরশুম নিয়ে কাজ শুরু করতে হলে আমাদের হাতে সময় নেই। অগস্ট নয়, প্রি-সিজন করতে করতে হবে জুলাই থেকে। ভালোমানের ভারতীয় ফুটবলারদের দলে নিতে হবে। না-হলে, আই লিগের ফুটবলার বা অন্যদলের বাতিলদের নিতে হবে। সময় কিন্তু বসে নেই। তাই প্লে-অফে যেতে না-পারার হতাশা ভুলতে এখনই শুরু করতে হবে। এবার বাকিটা উপরতলার দায়িত্ব ৷ "

এর পাশপাশি, লগ্নিকারীর সূত্র বলছে, তারা পরিস্থিতির বিচার করে নতুন মরশুমে বাজেট বাড়ানোর চিন্তা করছেন। একইসঙ্গে তারা বলছেন, যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা আইএসএলের প্রথম দু'টো ধনী দলের মত না-হলেও বাকিদের সমানই বলা যায়। এবার শক্তিশালী দল গড়তে তারা ট্রান্সফার ফি দিয়েও দেশি-বিদেশি ফুটবলার নেবেন। ভালো ফুটবলারের খোঁজে তারা রয়েছেন। লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটানোই তাদেরও স্বপ্ন।

আরও পড়ুন:যুবভারতী ফের মোহনভারতী ! বয়কটের ডার্বিতেও ফুল ফুটল বাগানে

ABOUT THE AUTHOR

...view details