কলকাতা, 26 ফেব্রুয়ারি:20টি ম্যাচে 6টি জয়, 1টি ড্র, 13টি হার। চলতি মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal) জয়-পরাজয়ের পরিসংখ্যান দু'টোই সর্বোচ্চ। আইএসএলের পর লাল-হলুদ ব্রিগেড তাদের পরবর্তী টুর্নামেন্ট খেলবে সুপার কাপ। যা শুরু হবে 8 এপ্রিল, কেরলে। প্রায় 40 দিন পর পরবর্তী টুর্নামেন্ট। আইএসএলের এই পারফরম্যান্সের পরে অনেকেই বলছেন সুপার কাপেও ব্যর্থতা ভবিতব্য। আইএসএলের প্রথম বছরের মতো ইস্টবেঙ্গল চলতি বছরেও দশ নম্বরে শেষ করেছে। আই লিগ এবং ডুরান্ড কাপ, আইএসএল ইস্টবেঙ্গল ডার্বিতে টানা ব্যর্থতার সংখ্যা আট।
এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তা স্বাভাবিক। পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে স্টিফেন কনস্ট্যানটাইনের হাতেই কি নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব থাকবে? ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলন শেষে স্টিফেন জানান, আমার চুক্তি মে মাস পর্যন্ত। তারপর ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেবে জানি না। তবে তিনি থাকতে রাজি, জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। স্টিফেন বলেন, "থাকার প্রস্তাব পেলে কে না-থাকতে চায়। আমিও আগ্রহ প্রকাশ করেছি ৷"
তাহলে থাকছেন কি না, প্রশ্ন উঠছে কেন? স্টিফেনের উত্তর, "ম্যানেজমেন্ট আমার সঙ্গে আলোচনায় বসবে বলেছে। যতক্ষণ না-আমার সামনে চুক্তিপত্র দিচ্ছে ততক্ষণ আমি বলতে পারি না পরের মরশুমে থাকছি কি না ৷" পরের মরশুম নিয়ে আপনার যেসব পরিকল্পনা রয়েছে তার ভবিষ্যত কি? ব্রিটিশ কোচ বলেন, "হারতে আমি একেবারে পছন্দ করি না। পরিসংখ্যানে গত দু'টো আইএসএলের তুলনায় এবার ভালো হয়েছে পারফরম্যান্স। তবে তা আত্মসন্তুষ্টির জায়গায় নেই। বরং অনেকটা হতাশার বলতে পারেন।"