কলকাতা, 24 জুলাই: রবি ফাউলার, মানোলো ডিয়াজ এবং মারিও রিভেরা কোচ হয়েছেন । গত দু'বছরে তিনবার হেড কোচ বদল করতে হয়েছে পদ্মাপাড়ের ক্লাবকে । তাই নতুন মরশুমে কোচ থেকে লগ্নিকারীর সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে বেশ সতর্ক ইস্টবেঙ্গল (Stephen Constantine is set to become East Bengal Coach) ।
ভারতের জাতীয় দলে দুই দফায় কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের। এই দেশ সম্পর্কে তাঁর আবেগও রয়েছে । ইস্টবেঙ্গলও আগেও কনস্ট্যান্টাইনকে তাদের কোচ করতে চেয়েছিল। যা সেই সময় বাস্তব হয়নি। 2002 সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। সেই পদে তিন বছর ছিলেন তিনি। এরপর 2015-2019 পর্যন্ত দায়িত্ব পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি।
অন্যদিকে, 2018-2020 পর্যন্ত মুম্বই সিটি এফসি'র দায়িত্বে ছিলেন পর্তুগিজ জর্জ কোস্তা। এই দু'জনের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাথমিক তালিকায় ছিলেন স্পেনের সের্গিও লোবেরা এবং সার্বিয়ার র্যাঙ্কো পোপোভিচ । তবে তাঁদের নিতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে । তাই শেষ পর্ব পর্যন্ত কনস্ট্যান্টাইন ও জর্জ কোস্তার মধ্যে এই লড়াই সীমাবদ্ধ থাকলেও শেষ হাসি হাসতে চলেছেন ভারতের প্রাক্তন কোচই । প্রসঙ্গত, তাঁর আমলে একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় দল।