কলকাতা, 30 অক্টোবর: ডার্বির স্বপ্ন শেষ হতেই চেন্নাইয়িন এফসি ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজানোর কাজ শুরু করে দিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন । ডার্বির ব্যর্থতার জন্য সমালোচকরা গোলরক্ষককে দায়ী করলেও লাল-হলুদ কোচ সেই পথে হাঁটতে রাজি নন ।
শনিবার 2022-23 আইএসএলের প্রথম ডার্বিতে মোহনবাগানের কাছে 2-0 গোলে হারে ইস্টবেঙ্গল । প্রথমার্ধে দুরন্ত খেলেও দ্বিতীয়ার্ধে একটা ভুলেই শেষ হয়ে যায় লাল-হলুদের ম্যাচ জয়ের স্বপ্ন । ম্যাচ শেষে একই কথা মেনে নিলেন লাল হলুদের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । বললেন, "প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায় ।"
স্টিফেন কনস্ট্যান্টাইন এদিন আরও বলেন, "ফুটবল খেলা মানে সেখানে ভুল তো হবেই । কেউ না কেউ কোনওদিন না কোনওদিন ভুল করবেই । আজ হয়তো সেটা গোলরক্ষক করেছে । তার আগে প্রথমার্ধে আমরা বিপক্ষকে শাসন করেছি । আমরাই ভাল খেলেছি । গোল করার সুযোগ পেয়েছি । গোল করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত । প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায় । দ্বিতীয় গোল খাওয়ার পরেই বুঝেছিলাম ম্যাচ শেষ ।"