পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: কমলজিতের ব্যর্থতাকে আড়াল করে ঘুরে দাঁড়ানোর ডাক কনস্ট্যান্টাইনের - Stephen Constantine eyes to win next match

আইএসএলের প্রথম ডার্বিতে হারের পরও দলকে নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ গোলরক্ষকের ব্যর্থতা থাকলেও হারের কারণ হিসেবে তাতে আমল দিতে নারাজ তিনি ৷

ETV Bharat
কমলজিত

By

Published : Oct 30, 2022, 10:12 PM IST

কলকাতা, 30 অক্টোবর: ডার্বির স্বপ্ন শেষ হতেই চেন্নাইয়িন এফসি ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজানোর কাজ শুরু করে দিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন । ডার্বির ব্যর্থতার জন্য সমালোচকরা গোলরক্ষককে দায়ী করলেও লাল-হলুদ কোচ সেই পথে হাঁটতে রাজি নন ।

শনিবার 2022-23 আইএসএলের প্রথম ডার্বিতে মোহনবাগানের কাছে 2-0 গোলে হারে ইস্টবেঙ্গল । প্রথমার্ধে দুরন্ত খেলেও দ্বিতীয়ার্ধে একটা ভুলেই শেষ হয়ে যায় লাল-হলুদের ম‍্যাচ জয়ের স্বপ্ন । ম‍্যাচ শেষে একই কথা মেনে নিলেন লাল হলুদের কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন । বললেন, "প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায় ।"

স্টিফেন কনস্ট্যান্টাইন এদিন আরও বলেন, "ফুটবল খেলা মানে সেখানে ভুল তো হবেই । কেউ না কেউ কোনওদিন না কোনওদিন ভুল করবেই । আজ হয়তো সেটা গোলরক্ষক করেছে । তার আগে প্রথমার্ধে আমরা বিপক্ষকে শাসন করেছি । আমরাই ভাল খেলেছি । গোল করার সুযোগ পেয়েছি । গোল করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত । প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায় । দ্বিতীয় গোল খাওয়ার পরেই বুঝেছিলাম ম্যাচ শেষ ।"

আরও পড়ুন :ডার্বি দেখতে গিয়ে প্রয়াত ইস্টবেঙ্গলের সমর্থক, পরিবারের পাশে ক্লাব

ম‍্যাচ হারলেও সমর্থকদের পাশে থাকার আর্জি জানালেন লাল-হলুদ কোচ । সমর্থকদের ধৈর্য ধরতে বললেন তিনি । তাঁর কথায়, "বারবার বলেছি, দল, ম্যানেজমেন্ট সব কিছুই নতুন । সময় লাগবেই । আস্তে আস্তে আমরা উন্নতি করছি । ম্যাচের পরে আমর 5-6 জন এটিকে মোহনবাগান ফুটবলারের সঙ্গে কথা হয়েছে । ওরাই বলছিল, সাম্প্রতিক কালে সবচেয়ে ভাল ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ওরা খেলল । ওদের ধন্যবাদ । তাও বলব, আমাদের অনেক ত্রুটি রয়েছে যেগুলো দ্রুত মেরামত করতে হবে । আমরা এই হার থেকে শিক্ষা নেব । আপাতত আমাদের ফোকাসে শুধু চেন্নাইয়িন ম্যাচ । এখনও তো অনেক বাকি । 5টা ম্যাচ হয়ে গেলেই তো কেউ আর ট্রফি জিতে যায় না । আমাদের হাতে এখনও 16টা ম্যাচ রয়েছে । প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই । ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা মাথায় রয়েছে আমার। ফেব্রুয়ারির শেষে বলতে পারব আমাদের সম্ভাবনা কতটা ।"

আরও পড়ুন :চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের

ABOUT THE AUTHOR

...view details