কলকাতা, 29 অগাস্ট : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে খেলা শুরুর তোড়জোড় ইন্ডিয়ান টেবিল টেনিস ফেডারেশনে । আর খেলা শুরুর সম্মতি পাওয়ার সম্ভাবনা দেখা দিতেই বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সবকিছু গোছাতে শুরু করেছে । কোরোনা সংক্রমণের জেরে চলতি মরশুমে কোনও টুর্নামেন্ট করা সম্ভব হয়নি । ফলে টেবিল টেনিস খেলোয়াড় থেকে শুরু করে কোচরা কার্যত দিশেহারা ।
একটি বছর নষ্ট হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাডেট, সাব জুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগের খেলোয়াড়রা । কর্তারা মানছেন এই ক্ষতির কথা । তাই সামান্য সম্ভাবনা তৈরি হতেই তা কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন তাঁরা । ইতিমধ্যে ITTF-এর বৈঠকে রাজ্যে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে । তবে সেখানে ডাবলস, মিক্সড ডাবলস, টিম ইভেন্ট হবে না । কোন মাসে টুর্নামেন্ট হবে তাও ঠিক হয়নি । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘মিটিংয়ে ন্যাশনাল টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে । তবে কবে হবে সেটা বলা হয়নি । আমরা ফেডারেশনের নির্দেশের দিকে তাকিয়ে আছি । দিনক্ষণ ঠিক হলেই প্রস্তুতি শুরু করতে হবে ।’’
তাহলে রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কি রয়েছে ? শর্মি সেনগুপ্ত বলেন, ‘‘হাতে যা সময় আছে তাতে মরশুমের সব টুর্নামেন্ট করা যাবে না । তাই কেবলমাত্র রাজ্য টেবিল টেনিস করার চিন্তা ভাবনা চলছে । হয়তো নভেম্বর মাসে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট হবে । ন্যাশনালের জন্য দল গড়তে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট না করলে দল বাছা হবে কী করে ?’’