কলকাতা, 11 এপ্রিল: কোরোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে ক্রীড়া দুনিয়ায় সব প্রতিযোগিতার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে । লকডাউনের ফলে সবাই ঘরবন্দী । লকডাউন উঠলেও কিভাবে মরশুম শুরু হবে, তা নিয়েও চলছে জল্পনা । কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে বাংলার টেবিল টেনিস । যা নিয়ে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্তর কপালে চিন্তার ভাঁজ ।
বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব বলছেন, "নতুন মরশুমে বিপদের সামনে দাঁড়িয়ে বাংলার টেবিল টেনিস । এই বিপদ থেকে পরিত্রাণের উপায় জানা নেই । তাই অন্তত তিনটি স্টেজ থ্রি টুর্নামেন্ট এবং রাজ্য চ্যাম্পিয়নশিপ করে মরশুম শেষ করার একটা পরিকল্পনা করা হচ্ছে।"
বাংলা থেকে 1800-র বেশি টেবিল টেনিস খেলোয়াড় নতুন মরশুমে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অংশ নেয় । সারা বছর জুড়ে কমবেশি 20টি বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা হয়ে থাকে । কিন্তু কোরোনা ভাইরাসের ধাক্কা সেই প্রস্তুতি ও স্বপ্নে বড় ধাক্কা । প্রথম পর্যায়ের লকডাউনের পরে মনে করা হয়েছিল মরশুমের প্রথম টুর্নামেন্ট হলদিয়াতে করা সম্ভব না হলেও লিগ দিয়ে বোর্ডে বল গড়ানো সম্ভব হবে । কিন্তু কোরোনা ভাইরাসের আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে । এই অবস্থায় রাজ্য সরকার 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছে । রাজ্য সরকার স্কুল কলেজ 10 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে । সেই অনুযায়ী 15 জুন পর্যন্ত কোনও টেবিল টেনিস টুর্নামেন্ট করা যাবে না বলে মনে করছে BSTT ।