কলকাতা, 23 জুলাই: কলকাতার তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার ৷ নজরুল মঞ্চে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের কর্তাদের হাতে (State Government to East Bengal and Mohun Bagan by awarding Bangavibhushan) ৷
ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্তকে উদ্দেশ্য করে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার ৷ চিঠিতে বলা হয়েছে, “বাংলার ফুটবল ময়দানে ইস্টবেঙ্গল এক অবস্মরণীয় নাম ৷ ইস্টবেঙ্গল ছাড়া বাংলার ক্রীড়াক্ষেত্র অসম্পূর্ণ ৷ শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় ইস্টবেঙ্গলের অবদান অনস্বীকার্য ৷ ইস্টবেঙ্গল ক্লাব আপামর ক্রীড়াপ্রেমী মানুষের কাছে গৌরবের স্থান অধিকার করেছে ৷’’ একই ভাবে মোহনবাগানকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে ক্লাব সভাপতিকে উদ্দেশ্য করা হয়েছে। বলা হয়েছে, “মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম ৷ শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য ৷ মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থান দখল করেছে ৷’’
সার্বিক অবদানের জন্য 25 জুলাই সোমবার নজরুল মঞ্চে বিকেল চারটেয় উপস্থিত থেকে বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠি পেয়ে খুশি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ৷ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, আগের কোনও সরকার এইভাবে পাশে দাঁড়ায়নি তা বলা যাবে না ৷ তবে বর্তমান সরকারের ভাবনার সঙ্গে সেগুলির তফাৎ আছে ৷ ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ ৷