কলকাতা, 2 অগস্ট: শুরু হতে চলেছে 71তম রাজ্য অ্যাথলেটিক্স মিট। 13 অগস্টে শুরু হয়ে যা চলবে 16 অগস্ট পর্যন্ত । 35টি অনুমোদিত সংস্থার 1200 জন অ্যাথলিট এ বছর রাজ্য মিটে অংশ নিচ্ছেন । যা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি । 218টি ইভেন্টে তাঁরা পদক যুদ্ধে নামবেন ।
তবে ডুরান্ড কাপ এবং এএফসি কাপের ম্যাচের জন্য এবার রাজ্য অ্যাথলেটিক্স মীট যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না ৷ এই অবস্থায় বিকল্প হিসেবে সাই পূর্বাঞ্চল কেন্দ্রে রাজ্য মিট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথমে সেখানে আয়োজনের ব্যাপারে সমস্যা তৈরি হয়েছিল । সাই কর্তৃপক্ষ বিকেল তিনটের পরে রাজ্য মিট চালানোর অনুমতি দিতে রাজি ছিল না । কিন্তু রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট মন্ত্রী সুজিত বসুর হস্তক্ষেপে এই সমস্যা মিটতে চলেছে ।
এবছর নতুন দুটো বিভাগ যুক্ত হতে চলেছে। অনূর্ধ্ব 23 এবং ডেকাথেলন এবছরই রাজ্য মিটে দেখা যাবে । রাজ্য সংস্থা ডেকাথেলন রাজ্য মিটে শুরু করলেও তার প্রতিযোগী সংখ্যা কতজন হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে । তবে সব মিলিয়ে রাজ্য অ্যাথলেটিক্স ফের পুরনো ছন্দে ফিরছে ৷ আর তাতেই আশায় বুক বাঁধছেন সেরা প্রতিভাবান অ্যাথলিটরা । জাতীয় শিবিরে থাকার জন্য লিলি দাসের মত অ্যাথলিটরা অংশ নিচ্ছেন না । "রাজ্য অ্যাথলেটিক্স মিট রাজ্যের মধ্যে সেরা হওয়ার সেরা মঞ্চ । সারা বছর এর জন্য অ্যাথলিটরা অপেক্ষায় থাকেন । এবছর আমরা পুরনো ছন্দে করতে পারব বলে আশা করছি । প্রতিযোগীর সংখ্যা বেড়েছে । দুটো নতুন বিভাগ শুরু হচ্ছে । জাতীয় স্তরের অ্যাথলিটরা অংশ নিতে পারলে ভালো হত । কিন্তু ওরা জাতীয় শিবিরে রয়েছে । যারা নামবেন তাঁরা প্রত্যেকেই প্রতিভাবান এবং বেশিরভাগেরই বয়সভিত্তিক জাতীয় স্তরে সাফল্য রয়েছে । সব মিলিয়ে নতুন প্রতিভাদের দেখা যাবে," বলছিলেন রাজ্য সংস্থার সচিব কমল মৈত্র ।
তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য মিট না হওয়া নিয়ে অ্যাথলিট মহলে চাপা ক্ষোভ রয়েছে । শুধু অ্যাথলিটরাই নন, ক্রীড়ামহলেও যুবভারতী ক্রীড়াঙ্গনকে নিয়ে ক্ষোভ রয়েছে । কারণ বছরে গোটা তিরিশেক ফুটবল ম্যাচ আয়োজন ছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গন না কি সেভাবে ব্যবহার হয় না । অ্যাথলিটরা মাঠের পাশের সিন্থেটিক ট্র্যাক ব্যবহার করার সুযোগ পান না । যদিও এই অভিযোগ নস্যাৎ করেছেন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মৈত্র । তাঁর কথায়, "এই অভিযোগ সঠিক নয় । ফুটবলের কথা বলতে পারব না । ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । গত কয়েকমাস ধরেই অ্যাথলিটরা দু'বেলা প্র্যাকটিস করতে পারছেন । যারা ওখানে প্র্যাকটিস করবেন তাদের রাজ্য সংস্থার অনুমোদন লাগবে । সেইভাবেই ক্রীড়ামন্ত্রী নির্দেশ দিয়েছেন । আমাকে অনুমতি দেওয়ার অধিকার দিতে বলেছে বলে আমি তো পাড়ার অ্যাথলিটদের নামতে দিতে পারি না । রাজ্য মিটে ভালো ফল করা কিংবা জাতীয় স্তরে সাফল্য পাওয়া অ্যাথলিটদের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন সারাবছরই খোলা । দু'বেলা প্র্যাকটিস করতে পারবে তারা ৷
আরও পড়ুন : উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ডুরান্ড কাপের টিকিট বিলি নিয়ে ঝামেলা
7 অগস্ট নীরজ চোপড়ার অলিম্পিক সাফল্যকে মাথায় রেখে 'জ্যাভলিন ডে' সারা ভারত জুড়েই হয়ে থাকে । এবার তা করছে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা । ওই দিন সাইতে 100 জন জ্যাভলিন থ্রোয়ার অংশ নেবেন । তবে রাজ্য অ্যাথলেটিক্স পুরনো ছন্দে ফিরলেও নিন্দুকরা প্রশ্ন তুলছেন । ডুরান্ড ও এএফসি কাপের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া যাচ্ছে না । সাই-য়ের অনুমতি কোনওরকমে জোগাড় হচ্ছে । এই অবস্থায় বিকল্প নেই রাজ্যের হাতে । কিশোর ভারতী স্টেডিয়ামে না কি সেমি সিন্থেটিক ট্র্যাক বসানো হয়েছে বলে দাবি করা হচ্ছে ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন অ্যাথলিট বলেন, "আমি এত বছর অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত কিন্তু সেমি সিন্থেটিক ট্র্যাকের কথা শুনিনি । কেবলমাত্র রং করে দেওয়া হয়েছে । কোনও বাউন্স নেই । ওখানে অ্যাথলিটরা চোট পাবে । আপনি নিজে গিয়েও দেখুন না । আবার শুনলাম, রবীন্দ্র সরোবরে ঘাসের ট্র্যাকই করা হবে । ওই ট্র্যাক তো মিলখা সিংয়ের আমলে চলত । ওখানে নতুন করে ঘাস ফেলে ট্র্যাক বানিয়ে কি লাভ হবে ? আমাদের পরিকাঠামোর কোনও উন্নতি নেই । যুবভারতী না পাওয়া গেলে সাইয়ের অনুমতি না মিললে দৈন্যটা প্রকট হয় । তা সত্ত্বেও রাজ্য অ্যাথলেটিক্স পুরনো ছন্দে ফিরছে সেটাই আশার ।"