নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : ভারত আর্মির অতন্দ্র প্রহরী তিনি ৷ 40 বছর পর অলিম্পিকে পদক পেয়েছে ভারতীয় হকি টিম ৷ তার অন্যতম কারিগরও তিনিই ৷ শুধু অলিম্পিক নয়, গোটা 2021 সালে তাঁর পারফর্ম্যান্স ছিল ঈর্শনীয় ৷ তারই পুরস্কার পেলেন গোলরক্ষক পিআর শ্রীজেশ ৷ দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড গেমস 'অ্যাথলিট অব দ্য ইয়ার' জিতলেন তিনি (Sreejesh becomes second Indian to win IWGA) ৷
এর আগে প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পান মহিলা হকি দলের ক্যাপ্টেন রানি রামপাল ৷ 2019 সালের পারফরম্যান্সের জন্য এই সম্মান জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন তিনি । শ্রীজেশ স্পেনের ক্রীড়া পর্বতারোহী আলবার্তো গিনেস লোপেজ এবং ইতালির উশু খেলোয়াড় মিশেল জিওর্দানোকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ তিনি মোট 1,27,647টি ভোট পেয়েছেন, যেখানে লোপেজ এবং জিওর্ডান যথাক্রমে 67,428টি এবং 52,046টি ভোট সংগ্রহ করেছেন ৷