পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পদ্ম সম্মানের জন্য সুপারিশ 9 মহিলা ক্রীড়াবিদের নাম - মেরি কম

পদ্ম সম্মানের জন্য সুপারিশ 9 মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ৷ তালিকায় রয়েছেন মেরি কম, পি ভি সিন্ধুরা ৷

পি ভি সিন্ধু ও মেরি কম

By

Published : Sep 12, 2019, 2:24 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : পদ্ম সম্মানের জন্য 9 মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ যা ভারতের ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব বিষয় ৷ সেই তালিকায় রয়েছেন পি ভি সিন্ধু, মেরি কমও ৷

পদ্মবিভূষণের জন্য ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের নাম সুপারিশ করা হয়েছে ৷ প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে ক্রীড়ামন্ত্রক ৷ ইতিমধ্যে 2006 সালে পদ্মশ্রী সম্মান পান ম্যাগনিফিসেন্ট মেরি ৷ সাত বছর পর তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷ পদ্মভূষণের জন্য সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ 2017 সালেও পদ্মভূষণের জন্য তাঁর নাম পাঠানো হয়েছিল ৷

মণিকা বাতরা

পদ্মশ্রীর জন্য কুস্তিগির ভিনেশ ফোগত, টেবিল টেনিস তারকা মণিকা বাতরা, ক্রিকেটার হরমনপ্রীত কউর, হকি অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর ও যমজ পর্বতারোহী তাশি ও নুঙশি মালিকের নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদ্ম কমিটির কাছে ইতিমধ্যে সুপারিশ পাঠানো হয়েছে ৷ 2020 সালের 25 জানুয়ারি পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করা হবে ৷

হরমনপ্রীত কউর

ABOUT THE AUTHOR

...view details