পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছয়টি খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সকে 67.32 কোটি টাকার অনুমোদন ক্রীড়ামন্ত্রকের - শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স

দ্বিতীয় লেগের জন্য অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিমকে ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নাগর হাভেলি এবং দমন ও দিউকে নির্বাচিত করা হয়েছে ৷

খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স
খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স

By

Published : Nov 7, 2020, 10:49 PM IST

দিল্লি, 7 নভেম্বর : ছয়টি সেন্টারকে খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সের অনুমোদন দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ 2020-21 আর্থিক বর্ষে তাদের উন্নয়নে 67.32 কোটি টাকা বাজেট ধরা হয়েছে ৷ যাতে সেখানে অলিম্পিক লেভের ক্রীড়াব্যক্তিত্বদের ভালো প্রশিক্ষণ দেওয়া যেতে পারে ৷

দ্বিতীয় লেগের জন্য অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিমকে ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নাগর হাভেলি এবং দমন ও দিউকে নির্বাচিত করা হয়েছে ৷

প্রত্যেকটি রাজ্যে নির্বাচিত সেন্টারগুলি :-

  • অসম : স্টেট স্পোর্টস অ্যাকাডেমি, সারুসাজাই - 7.96 কোটি টাকা
  • মেঘালয় :JNS কমপ্লেক্স, শিলং - 8.39 কোটি টাকা
  • দমন ও দিউ : নিউ স্পোর্টস কমপ্লেক্স সিলভাস্সা - 8.05 কোটি টাকা
  • মধ্যপ্রদেশ : MP রাজ্য অ্যাকাডেমি - 19 কোটি টাকা
  • মহারাষ্ট্র : শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স, পুনে- 16 কোটি টাকা
  • সিকিম :পালজোর স্টেডিয়াম, গ্যাংটক - 7.91 কোটি টাকা

এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু বলেন, ‘‘ 2028 সালের অলিম্পিকে প্রথম দশটি দেশের মধ্যে ভারতকে আনার লক্ষ্যে খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সে তৈরি করা একটি পদক্ষেপ ৷ যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারব না, ততক্ষণ আমরা অ্যাথলিটদের থেকে অলিম্পিকে ভালো কিছু আশা করতে পারি না ৷ প্রত্যেকটি সেন্টারে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে ৷ এবং দেশের প্রথম সারির অ্যাথলিটদের সুযোগ সুবিধা প্রদান করবে ৷ প্রত্যেকটি রাজ্য এই উদ্যোগকে সহযোগিতা করায় আমি খুব খুশি ৷’’

এই সেন্টারগুলির মান উন্নয়ন করা হবে পরিকাঠামোর উন্নতি, স্পোর্টস সায়েন্স সেন্টার তৈরির মাধ্যমে ৷ এছাড়া কোয়ালিটি কোচ, ফিজিও থেরাপিস্ট, স্ট্রেনথ ও কন্ডিশনার এক্সপার্ট আনা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details