সেভিয়া, 3 জুন : গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে জয়ও এল না পর্তুগালের ৷ ঘরের মাঠে প্রথমে গোল করেও 2018-19 চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আটকে গেল গতবারের রানার্স স্পেন ৷ খেলার ফল 1-1 (Spain vs Portugal ends to a draw in UEFA Nations League) ৷ তবে ক্রিশ্চিয়ানো না-পারলেও আট বছর পর মাঠে নেমে পর্তুগালের হয়ে গোল করলেন রিকার্ডো হোর্তা ৷ আর তাতেই হার এড়াল প্রাক্তন চ্যাম্পিয়নরা ৷
সেভিয়ায় নেশনস লিগের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে একাদশে শুরু থেকে এদিন ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেভাবে ছন্দে দেখা যায়নি সম্প্রতি উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ফার্নান্দো স্যান্তোসের ছেলেদেরও ৷ বরং অনেক তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল স্প্যানিশ আর্মাডার মধ্যে ৷ ম্যাচের 25 মিনিটে প্রতি-আক্রমণ থেকে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা ৷ পাবলো সারাবিয়ার পাস থেকে ব্যবধান 1-0 করেন জুভেন্তাস স্ট্রাইকার ৷