পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বন্ধ হল ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরী সুইমিং পুল - দীক্ষা মঞ্জরী

কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়তে দীক্ষামঞ্জরীর সুইমিংপুল বন্ধ করার নোটিস ঝুলিয়ে দেওয়া হল

বন্ধ হল দীক্ষামঞ্জরী সুইমিং পুল ৷
বন্ধ হল দীক্ষামঞ্জরী সুইমিং পুল ৷

By

Published : Mar 24, 2020, 2:18 PM IST

কলকাতা, 24 মার্চ : কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই । লকডাউন শহর জুড়ে। সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট প্রশাসন। এই পদক্ষেপে হাত বাড়ালেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

নোটিস

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি মা চণ্ডী ভবনের পাশের বাড়িটি আসলে ডোনার বাপের বাড়ি। সেখানেই তৈরি সুইমিং পুলে শিক্ষার্থীদের সাঁতার শেখানোর ব্যবস্থা রয়েছে।

নাচের ক্লাসের তালিম দীক্ষামঞ্জরীতে হয়ে থাকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়তে দীক্ষামঞ্জরীর সুইমিংপুল বন্ধ করার নোটিস ঝুলিয়ে দেওয়া হল।

চলেছে তদারকি

যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের ৷ তাই নাচের ক্লাস রয়েছে ৷ এবার বন্ধ হল সুইমিং পুলও ৷

ABOUT THE AUTHOR

...view details