কলকাতা, 30 অক্টোবর: "মোহনবাগান ভালো খেলেছে", ডার্বি শেষে তৃপ্তির হাসি এটিকের ভাবী ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে । ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক এফএসডিএল-এর আমন্ত্রণে যুবভারতীতে এসেছিলেন তিনি । ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময়, একবারও এটিকে মোহনবাগান নয়, সৌরভের মুখে শুধু মোহনবাগানের প্রশংসা। প্রিয় দল ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়ে দেওয়ায় বেশ খুশি বাংলার মহারাজ (Sourav Ganguly appreciates Mohun Bagan in ISL Kolkata Derby Match) ।
শনিবার সৌরভ বলেন, "মোহনবাগান ভালো খেলেছে । একটা দল হারবে আর একটা দল জিতবে, সেটাই তো স্বাভাবিক ।" ম্যাচের সেরা হুগো বুমোসের খেলা বেশ ভালো লেগেছে বাংলার মহারাজের । তিনি বলেন, "দারুণ গোল হয়েছে । ভালো প্লেয়ার । আইএসএল-এ অনেক বড় প্লেয়ার খেলছে ।" তবে শেষ ডার্বি কবে দেখেছিলেন তিনি, তা চেষ্টা করেও মনে করতে পারলেন না সৌরভ ৷