কলকাতা, 29 অক্টোবর:ডুরান্ড হোক বা আইএসএল, কলকাতা ডার্বিতে তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা ৷ আইএসএলে টানা পাঁচ ম্যাচ আর সবমিলিয়ে টানা সাতটি ডার্বি ম্যাচে হার লাল-হলুদের ৷ শনিবাসরীয় যুবভারতীতে আইএসএলের প্রথম বড় ম্যাচে মশাল নেভালেন হুগো বুমোস-মনবীর সিংরা ৷ আর গ্যালারি থেকে সেই ম্যাচ তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ ফের এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরতে চলা সৌরভ এদিন যুবভারতীর গ্যালারিতে বসেছিলেন এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গেই ৷ ম্য়াচ শেষে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি (Sourav Ganguly delighted with ATK Mohun Bagan win) ৷
বিসিসিআই'য়ের ডিরেক্টর পদ খোয়া গিয়েছে সদ্য ৷ রাজ্য ক্রিকেট সংস্থার মসনদে বসার সুযোগ থাকলেও পদ ছেড়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ৷ দিনকয়েক আগে কর্তাদের আমন্ত্রণে বাগান তাঁবু পরিদর্শনে গিয়ে সৌরভ তাই জানিয়েছিলেন, হাতে এখন অফুরান সময় ৷ আগামিদিনে কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন ৷ একইসঙ্গে 29 অক্টোবর ডার্বি দেখতে যাবেন বলেও জানিয়েছিলেন মহারাজ ৷ সেইমতোই এদিন ভিআইপি বক্সে বসে এটিকে মোহনবাগানের জয় দেখলেন সৌরভ ৷