পশ্চিমবঙ্গ

west bengal

Snehasish Ganguly on Eden Fire: ওড়ালেন অন্তর্ঘাতের তত্ত্ব, ইডেনেরকোনও ক্ষতি হয়নি বলে দাবি স্নেহাশিসের

By

Published : Aug 10, 2023, 11:06 PM IST

Fire at Eden Gardens: ইডেনে আগুন লাগা নিয়ে ময়দানের একাংশ বলছে, অন্তর্ঘাত ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ তত্ত্ব ওড়ালেন স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ৷

Snehasish Ganguly on Eden Fire
অন্তর্ঘাতের তত্ত্ব ওড়ালেন স্নেহাশিস

অন্তর্ঘাতের তত্ত্ব ওড়ালেন স্নেহাশিস

কলকাতা, 10 অগস্ট:"বুধবার রাতের আগুন লাগার ঘটনার পিছনে যদি কেউ অন্তর্ঘাত খুঁজে পায় তাহলে তা দুঃখজনক।" বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। বুধবার রাত এগারোটা পঞ্চাশ নাগাদ ইডেনের সাজঘরে আগুন লাগে বলে জানা গিয়েছে। সিএবি প্রেসিডেন্ট বলেছেন, "বিষয়টি একেবারেই তা নয়। রাত 11 টা 50 মিনিট নাগাদ আগুন লাগে। ধোঁয়া বেরোয়। আগুনের ফুলকি দেখা যায়।"

তিনি আরও বলেন, "দমকল আসে। সুইচ অফ করে দেয়। কোনও একটা সুইচ অন ছিল। তা স্পার্ক হয়। সেই স্পার্ক থেকে ফুলকি সেখানে থাকা কয়েকটি তোয়ালের উপর পড়ে। ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। আমাদের মূল লাইনে কোনও গণ্ডগোল নেই। ওখানে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে তা বিদ্যুৎ অফিসের লোকেরা পরিবর্তন করতে বলেছে।" এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত দাবি করছে ময়দানের একাংশ। স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলছেন, "পুরো ঘটনাটি অন্তর্ঘাত হয়েছে এভাবে কেউ প্রচার করলে দুঃখের বিষয়। এই ঘটনার পরে সিএবিতে নিরাপত্তা বাড়ছে। আরও আঁটোসাঁটো করা হচ্ছে। সুরক্ষার দিকটি দেখা হচ্ছে। ক্লাব হাউস আর বিসিকেএল ব্লকে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পরবর্তীতে এমন কর্মীদের রাখা হবে, যাদের বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা বা ব্যবহারের বিষয়ে জ্ঞান রয়েছে।"

ইতিমধ্যেই সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক ব্যবস্থা নেওয়ার জন্য স্প্লিন্টার লাগানো হয়েছে। সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, কিছু তার পুড়ে গিয়েছে মাত্র। বোর্ড থেকে এই নিয়ে কিছু জানতে চায়নি। তবে অতি শীঘ্রই ক্ষতিগ্রস্ত লাইন, তার পরিবর্তন করা হবে। এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের আইসিসি এবং বোর্ডের প্রতিনিধিরা ইডেন পরিদর্শনে আসবেন। 15 সেপ্টেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সিএবি প্রেসিডেন্ট নিশ্চিত তার আগেই কাজ শেষ হবে। তবে পাকিস্তানের প্রতিনিধিরা কবে ইডেনে আসবেন, তা জানা যায়নি। একইভাবে টিকিটের দাম পরিবর্তনে বিষয়ে কোনও নির্দেশ আসেনি।

আরও পড়ুন:গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন, পুড়ে গেল খেলোয়াড়দের জিনিসপত্র

ABOUT THE AUTHOR

...view details