কলকাতা, 10 অগস্ট:"বুধবার রাতের আগুন লাগার ঘটনার পিছনে যদি কেউ অন্তর্ঘাত খুঁজে পায় তাহলে তা দুঃখজনক।" বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। বুধবার রাত এগারোটা পঞ্চাশ নাগাদ ইডেনের সাজঘরে আগুন লাগে বলে জানা গিয়েছে। সিএবি প্রেসিডেন্ট বলেছেন, "বিষয়টি একেবারেই তা নয়। রাত 11 টা 50 মিনিট নাগাদ আগুন লাগে। ধোঁয়া বেরোয়। আগুনের ফুলকি দেখা যায়।"
তিনি আরও বলেন, "দমকল আসে। সুইচ অফ করে দেয়। কোনও একটা সুইচ অন ছিল। তা স্পার্ক হয়। সেই স্পার্ক থেকে ফুলকি সেখানে থাকা কয়েকটি তোয়ালের উপর পড়ে। ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। আমাদের মূল লাইনে কোনও গণ্ডগোল নেই। ওখানে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে তা বিদ্যুৎ অফিসের লোকেরা পরিবর্তন করতে বলেছে।" এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত দাবি করছে ময়দানের একাংশ। স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলছেন, "পুরো ঘটনাটি অন্তর্ঘাত হয়েছে এভাবে কেউ প্রচার করলে দুঃখের বিষয়। এই ঘটনার পরে সিএবিতে নিরাপত্তা বাড়ছে। আরও আঁটোসাঁটো করা হচ্ছে। সুরক্ষার দিকটি দেখা হচ্ছে। ক্লাব হাউস আর বিসিকেএল ব্লকে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পরবর্তীতে এমন কর্মীদের রাখা হবে, যাদের বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা বা ব্যবহারের বিষয়ে জ্ঞান রয়েছে।"